বিসিএল শুরু আগামীকাল
ফ্রাঞ্চাইজিভিত্তিক বড় দৈর্ঘ্যের ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পর্দা উন্মোচন হচ্ছে আগামীকাল শনিবার। প্রথম রাউন্ডের ম্যাচে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ওয়ালটন মধ্যাঞ্চল। আর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মোকাবেলা করবে বিসিবি উত্তরাঞ্চল ও প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল।
বরাবরের মতো এবারও রাউন্ড রবিন লিগের মাধ্যমে অনুষ্ঠিত হবে এ লিগ। প্রতিটি দল একে অপরের বিপক্ষে দু`বার করে মোকাবেলা করবে। মোট ছয় রাউন্ডে হবে এ লিগ। ছয় রাউন্ড শেষে সর্বাধিক পয়েন্ট সংগ্রহকারী দলকে বিজয়ী ঘোষণা করা হবে।
ভারত ও শ্রীলঙ্কা সফরের জন্য আগামী সোমবার থেকে শুরু হবে অনুশীলন ক্যাম্প। তাই এ লিগে খেলছেন না জাতীয় দলের অধিকাংশ তারকারা। তবে ২৮ সদস্যের প্রাথমিক দলের ১১ জন রয়েছেন বিসিএলে। সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ড সিরিজের দলে থাকা তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, শুভাগত হোম চৌধুরী ও তানবির হায়দাররাও রয়েছেন।
এবারের আসরে কোনো ম্যাচই থাকছে না মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সর্বাধিক চারটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ও বিকেএসপির তিন নম্বর মাঠে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে দুটি ম্যাচ। এছাড়া বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একটি করে ম্যাচ।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন