শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিসিএসে অনুত্তীর্ণদের বিশ্বমানের আইটি প্রশিক্ষণ দেবে সরকার

বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) অনুত্তীর্ণ ত্রিশোর্ধ তরুণ-তরুণীদের বিশ্বমানের আইটি প্রশিক্ষণ দেয়ার কথা ভাবছে সরকার।
বুধবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স (এলআইসিটি) প্রকল্পের ওপর মতবিনিময় সভায় এ কথা জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বিশ্বমানের প্রশিক্ষণের মাধ্যমে ৩০ হাজার দক্ষ মানবসম্পদ তৈরির চলমান কার্যক্রমে বিসিএসে অনুত্তীর্ণ ত্রিশোর্ধ তরুণ-তরুণীদের অন্তর্ভুক্ত করার নির্দেশও দেন তিনি।

জুনাইদ আহমেদ পলক বলেন, বিসিএসে অনুত্তীর্ণ ত্রিশোর্ধদের মাঝে যাতে কোনোরূপ হতাশার জন্ম না নেয় সেজন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অন্যান্য প্রকল্প ও কর্মসূচির অধীনে আইটি প্রশিক্ষণ কার্যক্রমে তাদের অন্তর্ভুক্ত করার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে স্পেশাল ব্যাচ চালু করে অবিলম্বে তাদের জন্য আইটি প্রশিক্ষণ কার্যক্রম শুরু করতে হবে।

জানা গেছে, বিশ্বব্যাংকের অর্থায়নে এলআইসিটি প্রকল্প গুণগত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দেশে ৩০ হাজার দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে যুক্তরাজ্যভিত্তিক আর্নস্ট অ্যান্ড ইয়ংকে নিয়োগ দিয়েছে। তারা ইতোমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে তিন হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছে।

দেশ-বিদেশের আইটি কোম্পানিগুলো যাতে আইটি প্রশিক্ষিত দক্ষদের খুঁজে পায় এবং তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে চাকরিতে নিয়োগ দিতে পারে সেজন্য ‘আইসিটি ট্যলেন্ট পুল’ ওয়েবসাইট তৈরি করা হবে বলেও জানান পলক।

প্রতিমন্ত্রী বলেন, আইসিটি ডিভিশনের অধীন সংস্থা প্রধান ও প্রকল্প পরিচালকদের উদ্যোগ নিতে হবে, যাতে এলআইসিটি ও অন্যান্য প্রকল্পের অধীনে গড়ে উঠা দক্ষ মানবসম্পদের কর্মসংস্থানের ব্যাপারে এ সাইটটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহত হতে পারে।

অনুষ্ঠানে এলআইসিটি প্রকল্পের ই-গভর্মেন্ট উপাদানের অন্তর্ভুক্ত ন্যাশনাল এন্টারপ্রাইজ আর্কিটেকচার (এনইএ), আইসিটি রোডম্যাপ, সরকারি সংস্থাগুলোর তথ্য ও ডাটা আন্তঃপরিবাহীতা এবং এসব সংস্থাগুলোর কমিউনিকেশন প্রোটোকল সম্পর্কিত ‘এনইএ বাস’ তৈরি এবং যশোরে ডিসঅ্যাস্টার রিকোভারি সেন্টার স্থাপনের উপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন যথাক্রমে আর্নস্ট অ্যান্ড ইয়ং ও প্রাইস ওয়াটার কুপার (পিডব্লিউসি)।

এসময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার, বিসিএসের নির্বাহী পরিচালক আশরাফুল ইসলামসহ এলআইসিটি প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু

মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন

স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ

নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন

  • অবশেষে বাংলাদেশে ১৯ অক্টোবর থেকে পে-প্যাল সেবা
  • রবি গ্রাহকদের জন্য সুখবর ! ছাড় পাবেন উবারে !
  • মেধাসত্ত্ব সংরক্ষণের দাবি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে
  • লক খুলবে মুখ দেখেই আইফোন ৮
  • ফেসবুক এবং গুগলের যুগে ডিজিটাল বিজ্ঞাপন প্ল্যাটফর্ম পরিকল্পনা করলে ভুল-ই হবে
  • এবার থেকে হোয়াটসঅ্যাপেও টাকা লেনদেন! জেনে নিন কীভাবে
  • ফেসবুক হ্যাক হয় যেভাবে
  • ধর্ষণ থেকে আত্মহত্যা! সবই পাওয়া যাচ্ছে গেমে
  • এলিয়েন তাড়ালেই নাসাতে মিলবে কোটি টাকার চাকরি
  • রাত্রে বিছানায় মোবাইল নিয়ে ঘুমনো অভ্যেস? জানেন না, কতবড় ভুল করছেন
  • দিনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন ১০০ কোটি মানুষ
  • ফেসবুকে দামি গাড়ি, গয়নার ছবি পোস্ট করেছেন? সর্বনাশ!