বিসিবি একাদশের বিপক্ষে ব্যাটিংয়ে ইংল্যান্ড
ভেজা আউটফিল্ডের কারণে আগের দিনটা নষ্ট হয়েছে। দুই দিনের প্রস্তুতি ম্যাচের পুরো একটা দিনই পণ্ড তাতে। ইংল্যান্ড-বিসিবি একাদশের ম্যাচটা তাই মোট ৯০ ওভারের এখন। প্রত্যেক দল ৪৫ ওভার খেলবে। টসটা ইংল্যান্ড জিতেছিল আগের দিনই। আজ শনিবার নির্ধারিত সময়েই খেলা শুরু হয়েছে। ব্যাট করছে ইংল্যান্ড।
অ্যালিস্টার কুক সন্তানের জন্ম উপলক্ষ্যে দেশে ফিরে গেছেন। টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা দুই তরুণ হাসিব হামিদ (০) ও বেন ডাকেট (৬) ইংলিশদের ব্যাটিং ওপেন করেছেন। এই রিপোর্ট লেখার সময় ৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৮ রান তাদের। বাংলাদেশের বোলিং ওপেন করেছেন পেসার হান্ট থেকে উঠে আসা স্পিডস্টার ইবাদাত হোসেন ও মিডিয়াম পেসার সৌম্য সরকার। স্বাগতিক দলকে নেতৃত্ব দিচ্ছেন সাব্বির রহমান।
বিসিবি একাদশ দল : সৌম্য সরকার, শাহরিয়ার নাফীস, নাজমুল হোসেন শান্ত, সাব্বির রহমান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, শুভাগত হোম, নুরুল হাসান, রুবেলহোসেন, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ, ইবাদাত হোসেন, সাদমান ইসলাম।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন