বিহারে নৌকাডুবিতে ২৬ জনের মৃত্যু

ভারতের বিহারের পাটনায় ঘুড়ি ওড়ানো দেখতে গিয়ে নৌকাডুবিতে প্রাণ হারালেন ২৬ জন। তবে এখনো অনেক যাত্রী নিখোঁজ রয়েছেন। রবিবার সকাল থেকে তাদের উদ্ধারে তল্লাশি অভিযান চলছে। খবর এনডিটিভির।
গতকাল শনিবার সন্ধ্যায় বিহারের গঙ্গায় ৪০ জন যাত্রী নিয়ে নৌকাডুবির এ ঘটনা ঘটে। হিন্দুদের ধর্মীয় উৎসব মকর সংক্রান্তিতে যোগ দিয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজদের সন্ধানে রবিবার সকাল থেকে ফের উদ্ধার অভিযান শুরু হয়েছে। এখন পর্যন্ত ছয় জনকে উদ্ধার করা হয়েছে। এদের পাটনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ডুবুরিদের পাশাপাশি স্থানীয়রা নৌকার মাধ্যমে নিখোঁজদের সন্ধান করছেন।
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইট বার্তায় নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি ও আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেয়ার নির্দেশ দিয়েছেন। বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার গতকাল এই দুর্ঘটনার কারণ নির্ণয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। মৃতদের প্রত্যেকের পরিবারকে ৪ লাখ রুপি দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
পাটনার জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জয় কুমার আগারওয়াল জানান, নৌকাটিতে ধারণক্ষমতার বেশি যাত্রী ছিলো। নৌকাডুবির ঘটনার পর ঘুড়ি উৎসব বাতিল করা হয়েছে।
প্রতিবছর পৌষ সংক্রান্তিতে এ অঞ্চলে তিন দিনব্যাপী ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়।
রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের যুগ্ম সচিব অনিরুদ্ধ কুমার জানান, উদ্ধারকর্মীরা রাতে পানি থেকে ২২টি লাশ উদ্ধার করেছে। রবিবার সকালে আরও চারটি লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, তীর থেকে খুব একটা দূরে নৌকাডুবির ঘটনাটি ঘটেনি। তাই কয়েকজন সাঁতরে নিরাপদেই তীরে উঠতে পেরেছেন। এই ঘটনায় ১৮ মাস বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। নগরীর একটি হাসপাতালে শিশুটির চিকিৎসা চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন