বিয়ের আগে অধিক যৌন সম্পর্কেই বাড়ছে বিচ্ছেদ

সময় পাল্টেছে। সেই সঙ্গে পাল্টেছে সম্পর্কের সমীকরণ৷ আজকাল মানুষের সম্পর্ক যত দ্রুত গড়ে ওঠে, ভাঙেও ততটাই দ্রুত৷ দাম্পত্যের ক্ষেত্রেও সেই একই কথা প্রযোজ্য৷ আজকাল ডিভোর্সের হার পৃথিবীজুড়েই বাড়ছে অস্বাভাবিকভাবে৷ কেন এত দ্রুত ভেঙে যাচ্ছে সম্পর্ক তা নিয়েও উঠছে প্রশ্ন৷ যদিও গবেষকরা সম্পর্ক ভাঙার ক্ষেত্রে বেশ কিছু যুক্তি দিয়েছেন৷ বিয়ের আগে স্বামী বা স্ত্রী’র ঠিক কতগুলো যৌন সম্পর্ক ছিল তার উপরই নাকি নির্ভর করে বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা৷
উটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিকোলাস এইচ ওয়ালফিঙ্গার জানিয়েছেন, বিয়ের আগে কোনও ব্যক্তির যদি ১০ বা তার অধিক যৌন সম্পর্ক থেকে থাকে তবে সেক্ষেত্রে বিচ্ছেদের হার খুবই বেশি৷ গত ২০০০ সাল থেকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে এমনই সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছেন তিনি৷ জানা গেছে, বিয়ের আগে যাঁরা ১০-এর কম যৌন সম্পর্কে লিপ্ত হয়েছেন তাঁদের বিচ্ছেদের মাত্রা তুলনামূলকভাবে কম৷
যৌনতার পাশাপাশি ধর্মও বিচ্ছেদের ক্ষেত্রে প্রভাব ফেলে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ৷ তাঁর মতে, যে দম্পতিরা চার্চে বেশিবার যান তাঁদের সম্পর্ক টেকার সম্ভাবনা বেশি৷ আর যাঁরা চার্চ বা অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান এড়িয়ে চলেন তাঁদের বিচ্ছেদের সম্ভাবনা খানিকটা বেশি।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন