বিয়ের আশ্বাস দিয়ে বন্ধুর বাড়িতে নিয়ে তরুণীকে গণধর্ষণ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিয়ের আশ্বাস দিয়ে বন্ধুর বাড়িতে নিয়ে তরুণীকে গণধর্ষণ করেছে চার যুবক।
এ ঘটনায় শুক্রবার রাতে ধর্ষিতা বাদী হয়ে চারজনকে আসামি করে ভাঙ্গা থানায় একটি ধর্ষণ মামলা করেছে।
পুলিশ মেয়েটিকে ফরিদপুর নিরাপদ আশ্রয় কেন্দ্রে পাঠিয়েছে।
ওই তরুণীর বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়। তিনি ঢাকার মিরপুরে মেসে থেকে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন।
মামলা সূত্রে জানা গেছে, মিরপুরে থাকতেই ওই তরুণীর সঙ্গে গোপালগঞ্জের মুকসুদপুরের যুবক রবিউলের পরিচয় হয়। রবিউল তার সঙ্গে ভালবাসার অভিনয় করে।
গত বুধবার ওই তরুণীকে বিয়ের জন্য রবিউলের বাড়িতে নিয়ে যাওয়ার আশ্বাস দেয়। তরুণীও সরল মনে তা বিশ্বাস করে তার সঙ্গে রওনা দেয়।
কিন্তু রবিউল বাড়িতে না গিয়ে ভাঙ্গা উপজেলার সাউতিকান্দা গ্রামে তার আত্মীয় মোফাজ্জেল শেখের বাড়িতে ওঠে। সেখানে ওই তরুণীকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দেয়।
পরদিন বৃহস্পতিবার রবিউল ওই তরুণীকে নিয়ে বন্ধু হাসানের আত্মীয় গেদা শেখের বাড়িতে নিয়ে যায়। রাতে রবিউল, হাসান ও তার দুই বন্ধু তাকে গণধর্ষণ করে। এক পর্যায়ে তার সঙ্গে থাকা টাকা ও মোবাইলসহ সবকিছু কেড়ে নেয় এবং তাকে মারধর করে।
শুক্রবার সকালে সেখান থেকে মেয়েটি দৌড়ে পালাতে গিয়ে একটি পুকুরের মধ্যে পড়ে যায়। সেখানেই তিনি অচেতন হয়ে পড়েন। এলাকাবাসী মেয়েটিকে উদ্ধার করে ভাঙ্গা থানায় খবর দেয়।
ভাঙ্গা থানার এসআই পিযুষ জানান, খবর পেয়ে মেয়েটিকে উদ্ধার করে ফরিদপুর নিরাপদ আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফরিদপুরে সাত বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষণকারী আটক
ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গজারিয়া বাজার এলাকায় সাত বছরেরবিস্তারিত পড়ুন
ফরিদপুরে প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ২
ফরিদপুরে প্রেমের ফাঁদে ফেলে নবম শ্রেণির এক ছাত্রীকে দলবেঁধে ধর্ষণেরবিস্তারিত পড়ুন
নদীতে ডুবে প্রাণ গেল চার শিশুর
ফরিদপুরের নগরকান্দায় কুমার নদে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজবিস্তারিত পড়ুন