বিয়ের আসরে পুলিশ, পালালো বর, রক্ষা পেল স্কুলছাত্রী!
বিয়ের আনন্দে মুখরিত পুরো বাড়ি। চলছে অতিথি আপ্যায়নের প্রস্তুতি। বিয়ের সমস্ত আয়োজনই সম্পন্ন। চারিদিকে হুড়োহুড়ি ‘এই বর আসছে, বর…’। অবশেষে রাত ১১টার পর আসল বর।
এরই মাঝে পুলিশ আসছে- এই খবরে মুহুর্তে বিয়ে বাড়িতে নেমে আসল সুনসান নীরবতা, আতঙ্ক। বিয়ের আসর থেকে পালিয়ে গেলো বর ও বরযাত্রীসহ কন্যাপক্ষের লোকজন।
দিনাজপুরের চিরিরবন্দরে আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই ঘোনপাড়া গ্রামে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। আর এতেই বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল এক স্কুলছাত্রী।
প্রতিবেশী মো. মোরশেদ জানান, শুক্রবার সন্ধ্যায় ঘোনপাড়ার জনৈক ব্যক্তির মেয়ে সুখীপীর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রীর (১৩) সঙ্গে একই গ্রামের নয়াপাড়ার মফজেল হোসেনের ছেলে ভ্যানচালক বাবু আহম্মেদের (১৬) বিয়ের আয়োজন চলছিল।
এ সময় বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের বাল্যবিয়ে প্রতিরোধ কমিটি পুলিশকে জানায়। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমানের নেতৃত্বে রাত ১২টায় বিয়ে বাড়িতে অভিযান চালানো হয় বলে জানান তিনি।
ওসি আনিছুর রহমান জানান, আগেই তাদের আসার খবর জানতে পেরে রান্না করা খাবার রেখে বর ও বরযাত্রীসহ কনের আত্মীয় স্বজন পালিয়ে যায়। সেখানে রাত ২টা পর্যন্ত অবস্থান করা হয়। কিন্তু কাউকে পাওয়া যায়নি।
তবে বিয়ে বন্ধের নির্দেশনা প্রতিবেশীদের মাধ্যমে তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। এরপরও যদি বিয়ে বন্ধ না হয় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
এই সংক্রান্ত আরো সংবাদ
যেখানেই অসহায় মানুষের আর্তনাদ, সেখানেই তরুণ সোহেলের হাত!
আবু রায়হান মিকাঈল: কেউ স্বার্থপর হয়ে সুখী, কেউ স্বার্থ বিলিয়েবিস্তারিত পড়ুন
দিনাজপুরে তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ, আটক ১
দিনাজপুরের খানসামায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এবিস্তারিত পড়ুন
মৃতের সংখ্যা বেড়ে ১৪ঃ দিনাজপুরে বয়লার বিস্ফোরণে
দিনাজপুরে যমুনা অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণের ঘটনায় মঙ্গলবার রাতেবিস্তারিত পড়ুন