বিয়ের এক মাস পূর্ণ হওয়ার আগেই শ্বশুর বাড়ি গিয়ে খুন হলেন ব্যবসায়ী
বিয়ের এক মাস পূর্ণ হওয়ার আগেই অর্থলোভী শ্বশুর বাড়ির লোকজনের হাতে খুন হয়েছেন খুলনার রূপসা উপজেলার পোল্ট্রি ব্যবসায়ী খায়রুল ইসলাম পরাগ (২৫)। সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলার তিলক গ্রামের তরফদার বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
হত্যার আগে পরাগের কাছ থেকে দুই লাখ টাকা ও মোটরসাইকেল নিয়ে নেয়া হয় বলে সূত্র জানায়। এ ঘটনায় তার শাশুড়িসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।
পরাগ রূপসা উপজেলার দক্ষিণ খাজাডাঙ্গা গ্রামের খুতুবুর সরদারের ছেলে ও পোল্টি ফিড ব্যবসায়ী। আটকরা হলেন- পরাগের স্ত্রী তামান্না, শাশুড়ি, মামা শ্বশুর, তামান্নার প্রেমিক শাকিলসহ ছয়জন।
নিহতের স্বজনদের বরাত দিয়ে রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, চলতি বছরের ১৯ জানুয়ারি তিলক গ্রামের মৃত মুরাদ শেখের মেয়ে তামান্নার সঙ্গে পরাগের বিয়ে হয়। শাশুড়ির ফোন পেয়ে রোববার রাতে পরাগ নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে রওনা হন। এসময় পরাগের কাছে নগদ দুই লাখ টাকা ছিল। বাড়ি থেকে বের হওয়ার পর পরাগের মোবাইল বন্ধ হয়ে যায়।
পরাগের খোঁজে রাতে তার শ্বশুর বাড়িতে যোগাযোগ করা হলে তারা জানান পরাগ সেখানে যায়নি। রাতে অনেক খুঁজেও তাকে কোথাও পাওয়া জায়নি। সোমবার সকালে রক্তের দাগ দেখে তরফদার বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ওসি রফিকুল ইসলাম বলেন, পরাগের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে হত্যার অভিযোগে তার স্ত্রী তামান্না, শাশুড়ি, মামা শ্বশুর, তামান্নার প্রেমিক শাকিলসহ ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাশুড়ি, স্ত্রী ও মামা শ্বশুর হত্যার সঙ্গে জড়িত রয়েছেন বলে স্বীকার করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন
তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন
মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতের কলকাতায় হত্যাকাণ্ডেবিস্তারিত পড়ুন