বিয়ের ও সন্তানের কথা জানালেন অপু বিশ্বাস
অবশেষে সাকিব খানের সাথে বিয়ের কথা স্বীকার করলেন জনপ্র্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। এমনকি তাদের পরিবারে একটি সন্তান রয়েছে বলেও জানান। সোমবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে তিনটায় একটি লাল গাড়িতে করে বেসরকারি টিভি চ্যানেল নিউজ ২৪-এর সামনে আসেন অপু। এ সময় নিজের কোলে ৭-৮ মাস বয়সী একজন শিশু সন্তান ছিলো।
এর পর ঐ চ্যানেলে লাইভ অনুষ্ঠানে সাকিব খান ও তার সম্পর্কে অনেক কথা বলেন। এসময় তিনি কান্নায় ভেঙ্গে পরেন। অনুষ্ঠানে এক পর্যায় তাদের সন্তানকে উপস্থাপন করা হয়।
২৭ সেপ্টেম্বর ২০১৬ সালে সাকিব-অপুর সন্তানের জন্ম হয় কলকাতার একটি হাসপাতালে। সন্তানের নাম রাখা হয় আব্রাহাম খান জয়।
মার্চ ২০১৬ সাল থেকে অপু বিশ্বাস লোকচক্ষুর আড়ালে চলে যান।
অপু বিশ্বাস অনুষ্ঠানে বলেন, “২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিবের সঙ্গে আমার বিয়ে হয়। বিয়েতে শাকিব ছাড়াও উপস্থিত ছিল তার মা, চাচাতো ভাই, আমার মা। খুব গোপনে বিয়ে হয়। অপু বলেন, বর্তমানে আমার এবং শাকিবের সংসারে ৭ মাস বয়সি এক ছেলে সন্তান রয়েছে। ছেলের নাম আব্রাহাম খান জয়।”

এই সংক্রান্ত আরো সংবাদ
‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন
বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন
শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













