বিয়ের জন্য পুরোপুরি প্রস্তুত প্রসূন
বিয়ের জন্য পুরোপুরি প্রস্তুত ‘লাক্স তারকা’খ্যাত অভিনেত্রী প্রসূন আজাদ। বর তাঁর পূর্বপরিচিত। নাম মোহাইমিন সান। ছবি নির্মাণের জন্য বর্তমানে দুজনেই অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন। সেখান থেকেই মুঠোফোনে তিনি বলেছেন, ‘আমরা দুজন বিয়ের জন্য প্রস্তুত। দুই পরিবারের মুরব্বিদের সম্মতি পেলেই বিয়ের কাজটি সেরে ফেলব।’প্রসূন আজাদ
প্রসূন আজাদ বলেন, ‘আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক। চাইলে এখনই বিয়ে করে ফেলতে পারি। কিন্তু এই শুভক্ষণে পরিবারের সবাইকে পাশে চাই। আমাদের কাছে সবার হাসিমুখটাও জরুরি।’ তিনি বলেন, ‘এদিকে অস্ট্রেলিয়াতে আমার ভালোবাসার মানুষটা পুরকৌশল বিষয়ে পড়াশোনা শুরু করেছে। পাশাপাশি আমি যে সিনেমা বানাতে যাচ্ছি, তার ব্যাপারেও মানসিকভাবে সাহস দিচ্ছে। যেকোনো সমস্যায় তাঁকে সব সময় পাশে পাচ্ছি। নিজেরাও নিজেদের গোছাচ্ছি। এর মধ্যে পরিবারের সম্মতি পেলে বিয়ের কাজটিও হয়ে যেতে পারে।’
কিছুদিন আগে অস্ট্রেলিয়াতে ‘মৃত্যুপুরী’ নামের আরেকটি ছবির কাজ করেছেন প্রসূন। এ ছবিতে কাজ করতে গিয়ে কঠিন অভিজ্ঞতা হয়েছে তাঁর।
ছবিটি প্রসঙ্গে প্রসূনের বক্তব্য ছিল, ‘এ ছবিতে আমার চরিত্র নৈশ ক্লাবের একজন নৃত্যশিল্পীর। কাজটি করার আগে চরিত্রটির কথা শুনেই রাজি হয়েছিলাম। ভেবেছিলাম নতুন অভিজ্ঞতা হবে, মজার হবে কাজটি। কিন্তু কাজটি করতে গিয়ে এত সমস্যায় পড়ব, বুঝিনি। সিডনির একটি সত্যিকারের নৈশ ক্লাবেই শুটিং হয়েছিল। ক্লাবের সাপ্তাহিক ছুটির দিনে কাজটি করা হয়। ওই ক্লাবে যাঁরা নিয়মিত নাচ করেন, তাঁরা আমার সঙ্গে শুটিংয়ে অংশ নিয়েছিলেন। তাঁরা পেশাদার নৃত্যশিল্পী। তাই তাঁদের সঙ্গে নাচতে খুব সমস্যা হয়েছিল।’
অভিনেত্রী প্রসূন আজাদ যে ছবিটি বানাতে যাচ্ছেন সেটির নাম ‘কুহেলিকা’। ছবিটির চিত্রনাট্যকার আহাদুর রহমান।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন