বিয়ের তারিখ ঘোষণা করলেন সালমান!

লুলিয়া ভানতুর শেষমেশ অসাধ্যটা সাধন করেই ফেললেন। বিয়েটা এবার করছেন সালমান খান। আর সেজন্য ১৮ নভেম্বরকে গাটছড়া বাধার জন্য বেছে নিয়েছেন ভাইজান। তবে সেটা চলতি বছরের ১৮ নম্ভেম্বর না আগামী বছরের ১৮ নভেম্বর তা খোলাসা করেননি ‘কিক’-তারকা।
টেনিস সুন্দরি সানিয়া মির্জার জীবনী নিয়ে একটি বই প্রকাশের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সালমান খান। আর সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ১৮ নভেম্বর বিয়ে করছেন বলে জানিয়েছেন তিনি।
সালমান যে বিয়ের তারিখের কথা বলেছেন, তার বিশেষত্ত্ব কী জানেন? ১৮ নভেম্বরই সালমানের বাবা সেলিম খান বিয়ে করেছিলেন সালমা খানকে। আবার ১৮ নভেম্বর আয়ুষ শর্মার সঙ্গে গাটছড়া বাধেন সালমানের বোন অর্পিতা খান। সব কিছু মিলিয়ে ১৮ নভেম্বরটা ‘স্পেশ্যাল’ দিন খান পরিবারের কাছে। আর তাই এবার ওই দিনেই গাটছড়া বাধতে চাইছেন সালমান নিজেও।
এই ১৮ নভেম্বরটা কোন বছরের, চলতি না আগামী বছরের? আর পাত্রীটিই কে? এসব প্রশ্নের উত্তরে খোলসা করে কিছু জানাননি ‘দাবাং’-তারকা।
বিটাউনে গুঞ্জন, বেশ কিছুদিন ধরেই রোমানিয়ান গার্লফ্রেন্ড লুলিয়ার সঙ্গে ‘ডেট’ করছেন ভাইজান। এমনকি, খান পরিবারের সঙ্গেও সময়ও কাটাচ্ছেন রোমানিয়ান সুন্দরি। তাই লুলিয়ার গলাতেই মালা দেবেন সালমান। সূত্র- ইন্ডিয়া ডটকম।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন