বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ শতাধিক
কনের বাড়িতে বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন বর-কনেসহ শতাধিক নারী-পুরুষ ও শিশু। বুধবার সকালে তাদের উদ্ধার করে পলাশবাড়ি ও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং গুরুতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগীরা জানান, সোমবার রাতে রংপুরের পীরগঞ্জ উপজেলার আজরামপুর গ্রামের তরাবরক আলীর মেয়ে বিথীর সঙ্গে সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাটের তিলকপাড়ার আবু হোসেনের ছেলে আবুল বাশারের বিয়ে হয়। ওই দিন রাতে বর আবুল বাশারের পক্ষে শতাধিক অতিথি মেয়ের বাড়িতে দাওয়াত খান। দাওয়াত খাওয়ার পর মঙ্গলবার সকাল থেকে অতিথিরা যে যার বাড়িতে চলে যান। সন্ধ্যার পর থেকে দাওয়াত খাওয়া বর-কনেসহ শতাধিক নারী-পুরুষ ও শিশু পেটের পীড়া, বমি ও পাতলা পায়খানায় আক্রান্ত হন।
এর মধ্যে অর্ধশতাধিক চিকিৎসার জন্য স্থানীয় চিকিৎসকের শরণাপন্ন হন। কিন্তু কোনো কাজ না হওয়ায় মঙ্গলবার রাত থেকে তারা আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। বুধবার সকালে অসুস্থ ৮০ জনকে পলাশবাড়ি ও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কনের বাড়ির লোকজনও দাওয়াত খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পাওয়া গেছে। তাদেরও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালে ভর্তি হওয়া ১২ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন- বর আবুল বাশার, কনে বিথী, খুশি মিয়া, রব্বানী, রুপালী বেগম, হুসাইন, মোরশেদুল, আজাদুল, আবদুস সালাম, সবুজ, হাবিবুর ও সেলিনা।
সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকতার আলম ডন জানান, খবর পেয়ে বরের বাড়িতে চিকিৎসার জন্য একটি টিম কাজ করছে। এ ছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, খাদ্যে বিষক্রিয়ায় এমনটি হয়েছে। সবাই পেটের পীড়া, বমি ও জ্বরে আক্রান্ত হয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
আরতদাড়ের সাথে বিরোধ, রহনপুর বাজারে আম বিক্রি বন্ধ
আম চাষিরা আমের মণ সর্বোচ্চ ৪৮ কেজি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জেরবিস্তারিত পড়ুন
মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
বৃহস্পতিবার (৭ মার্চ) বিকাল পৌনে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জবিস্তারিত পড়ুন
রংপুরে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, পালাল চিকিৎসক
রংপুরে ভুল চিকিৎসায় মেধা (২) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগবিস্তারিত পড়ুন