বিয়ের পর আমার প্রথম প্রেম হয় : কুসুম শিকদার
সবার জীবনেই প্রথম অনেক ঘটনাই থাকে, সেগুলোর মধ্যে কোনোটা থাকে মজার, কোনোটা থাকে দুঃখের। তারকারাও এই অভিজ্ঞতার বাইরে নন। তাঁদের জীবনেও প্রথম কিছু স্মৃতি রয়েছে, যা তাঁদের বর্তমানকে আন্দোলিত করে। জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার জানিয়েছেন তাঁর জীবনের কিছু প্রথম ঘটনার কথা।
প্রথম স্কুল
মোহাম্মদপুর প্রিপারেটরি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।
প্রথম শিক্ষক
আমার মা। আমি পড়াশোনায় ছোটবেলা থেকে অনেক ভালো ছিলাম। পড়াশোনায় ফাঁকি দেওয়ার চেষ্টা করিনি। তবে একটু ভুল করলে মা আমাকে অনেক মার দিতেন। তখন আমার খুব কষ্ট হতো। মনে মনে ভাবতাম, আমার মা নকল এ জন্য আমাকে মার দিচ্ছেন। আমি কল্পনা করে আসল মায়ের কাছে চিঠি লিখতাম। সেই চিঠি বেলুনে করে আকাশে উড়িয়ে দিতাম। আমার ছোটবেলার এসব কাণ্ড দেখে বাড়ির সবাই হাসাহাসি করতেন। এখনো অনেক আমাকে এসব বলে ক্ষেপিয়ে দেন।
প্রথম নাটক
অরুণ চৌধুরী পরিচালিত বিয়ের আংটি। নাটকটিতে আমার সহশিল্পী ছিলেন জয়, মাহফুজ ভাই ও তারিন আপু। আমি তখন মেক-আপ করতে পারতাম না। তারিন আপু আমাকে মেক-আপ করে দিয়েছিলেন।
প্রথম অভিনয়ের অভিজ্ঞতা
আমি কখনো ক্যামেরার সামনে লজ্জা পাইনি। ভয়-ভীতি ছিল না। সহজভাবেই ‘বিয়ের আংটি’ নাটকের শুটিং শেষ করেছিলাম।
প্রথম চলচ্চিত্র
প্রয়াত খালিদ মাহমুদ মিঠু পরিচালিত চলচ্চিত্র ‘গহীনে শব্দ’। ২০০৮ সালে ছবিটি নির্মিত হয়েছিল। আর ২০০০ সাল থেকে খালিদ মাহমুদ মিঠু ভাইয়ের সঙ্গে আমার পরিচয় ছিল। তখন আমি গান নিয়মিত শিখি। মিঠু ভাই আমাকে অনেক স্নেহ করতেন। তাঁর কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আমি যে কোনো পোকা অনেক ভয় পাই। ‘গহীনে শব্দ’ ছবির শুটিংয়ের সময় একদিন অনেকগুলো পোকা আমার আশপাশে ছিল। পোকা দেখে তো আমি ভয়ে অস্থির। চিৎকার করেছিলাম। মিঠু ভাই তখন আমাকে বলেছিলেন পোকাগুলোকে মেরো না বরং সরিয়ে দাও। কারণ পৃথিবীতে সবকিছুর সমান গুরুত্ব রয়েছে।
প্রথম বিজ্ঞাপন
২০০২ সালে লাক্সের একটি বিজ্ঞাপন করেছিলাম। আমি অনেক লাকি কারণ স্টার হওয়ার আগেই লাক্সের বিজ্ঞাপন করার সুযোগ হয়েছিল।
প্রথম বিলবোর্ড
২০০৩ সালে লিপটন তাজা চায়ের একটি বিজ্ঞাপনের প্রথম বিলবোর্ড হয়েছিল আমার। খুব ভালো লেগেছিল। নিজেকে আকাশের কাছাকাছি দেখতে কার না ভালো লাগে, বলুন?
প্রথম প্রেম
বিয়ের পর আমার প্রথম প্রেম হয়। সেটা হলো আমার হাজবেন্ড। ২০০৬ সালে বাগদান আর ২০০৭ সালে আমার বিয়ে হয়েছিল। ছোটবেলা থেকেই আমি অনেক পাকনা ছিলাম। কিন্তু সত্যি বলছি, বিয়ের আগে আমার কোনো প্রেম ছিল না। হতে পারে আমার কাউকে ভালো লাগেনি।
প্রথম লেখা বই
২০১৫ সালে একুশে বইমেলায় প্রকাশিত হয়েছিল আমার লেখা প্রথম কবিতার বই ‘নীল ক্যাফের কবি’।
প্রথম পড়া শাড়ি
ক্লাস ফোরে পড়ার সময় প্রথম শাড়ি পড়েছিলাম। শিল্পকলায় গানের একটি অনুষ্ঠানের জন্য শাড়ি পরতে হয়েছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন