বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে অচেতন করে গণধর্ষণ

সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক স্কুলছাত্রী গণধর্ষণের শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে। দুর্বত্তরা ওই ছাত্রীর শয়নকক্ষে প্রবেশ করে ইনজেকশন পুশ করে তাকে অচেতন করে গণধর্ষণ করেছে এমন অভিযোগ উঠেছে।
ঘটনার দু’দিন পর বুধবার নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে থানায় মামলা হওয়ার পর বিষয়টি জানাজানি হয়।
শরীফগঞ্জ ইউপির ইসলামপুর গ্রামে সোমবার দিনগত রাতে কোন একসময় এ ঘটনা ঘটে।
এ সময় ধর্ষণকারীরা মেয়েটির চুল কেটে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে ক্ষতবিক্ষত করে।
বর্তমানে নির্যাতিতা সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে (ওসিসি সেন্টারে) চিকিৎসাধীন রয়েছেন।
ধর্ষিতার স্বজনেরা বলেন, মেয়েটি সুস্থ হয়ে না ওঠা পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
এ ব্যাপারে নির্যাতিতা বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে বুধবার গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (০৮(০৭)১৬) দায়ের করেছেন। এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ রুবেল নামে সন্দেহভাজন এক যুবককে গ্রেফতার করেছে।
নির্যাতিতার মামা ও থানা পুলিশ জানায় নির্যাতিতার বরাত দিয়ে জানিয়েছেন ঘটনার দিন রাতে ৫-৬ জন যুবক ঘরে ঢুকে তার বাম হাতে ইনজেকশন পুশ করে তাকে অচেতন করে ফেলে। তবে সে সুজন ও বাছির নামে দুইজনকে চিনতে পেরেছে বলে জানায়।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতে খাবার শেষে শয়নকক্ষে একাকী ঘুমায় মেয়েটি। পাশের কক্ষে বৃদ্ধ পিতামাতা ও ছোট ভাই। মঙ্গলবার সকালে ঘুম থেকে দেরিতে উঠতে দেখে বোনকে ডাকতে গিয়ে ছোটভাই অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখলে চিৎকার দেয়।
প্রতিবেশীরা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে সেখান থেকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
এ ঘটনায় কুশিয়ারা তদন্ত কেন্দ্র পুলিশ রুবেল নামে সন্দেহভাজন একজনকে আটক করেছে বলে ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক মিজান জানান।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী জানান বুধবার ওসিসির অভিযোগ পেয়ে মামলা গ্রহণ করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
নিজস্ব সংবাদদাতা: শীর্ষস্থানীয় জঙ্গিবাদী সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এরবিস্তারিত পড়ুন

সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
দ্বিতীয় দফার বন্যায় সিলেট অঞ্চলে সাত লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি।বিস্তারিত পড়ুন