বিয়ের বাউন্সার সামলাতে যুবিকে টিপস দেবেন গম্ভীর

একসময় ভারত জাতীয় দলের অন্যতম সদস্য ছিলেন। তাদের ঘিরেই পরিকল্পনা আটতো টিম ইন্ডিয়া। ওপেনিংয়ে যেমন গম্ভীর আলো ছড়াতেন, তেমনি যুবরাজ সিংও মিডলঅর্ডারের ভরসা ছিলেন। যুবি আর হাত ঘুরাতেই পারদর্শী। কালের পরিক্রমায় হারিয়ে গেছেন তারা! তবে এখনও একই অবস্থানে আছে দুজন। জাতীয় দলের উপেক্ষিত তারা। গম্ভীর যদিও কিছু দিন আগে দলে ফিরেছিলেন। এটাকেই তো অনেকে গম্ভীরের ‘বিদায়ী মঞ্চ’ ভাবছেন।
বিয়ের কাজটা আগেই সেরে ফেলেছেন গম্ভীর। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ঘর বেঁধেছেন নাতাশার সঙ্গে। এবার গম্ভীরের দলে (বিবাহিত) যোগ দিলেন যুবরাজও। বুধবার ডুফেরার বাবা রাম সিং গাণ্ডুয়ানওয়ালের বাড়িতে পাঞ্জাবি রীতিতে হ্যাজেল কিচের সঙ্গে গাটছড়া বাঁধলেন যুবরাজ।
সতীর্থের বিয়ে, অথচ মজা করবেন না- তা কী করে হয়? তাছাড়া দুজন তো সমবয়সীও। বয়সের পার্থক্যটা মাত্র ১ বছরের। যুবরাজের ৩৪, আর গম্ভীরের ৩৫। ক্রিকেট মাঠের অনেক বোলারের বাউন্সার সামাল দিয়েছেন যুবি-গম্ভীর। সেক্ষেত্রে দুজনই অভিজ্ঞ। তবে বিয়ের জগতে সদ্য পদার্পণ করেছেন যুবি। এবার তাকে বিয়ের বাউন্সার সামলাতে টিপস দেবেন অভিজ্ঞ গম্ভীর। কেকেআর অধিনায়ক টুইটারে জানিয়েছেন, দেখা হলেই সেই টিপস পেয়ে যাবেন যুবরাজ।
‘বন্ধু’ যুবরাজের উদ্দেশ্যে গম্ভীরের টুইটবার্তা, ‘শেরওয়ানির বদলে চেস্ট গার্ড পরতে পারতে, যদিও বিয়ের বাউন্সার সামলানোর জন্য এখনও কোনো চেস্ট গার্ড তৈরি হয়নি। একজন ওপেনার হিসেবে আমি জানি, কীভাবে মাঠে ও মাঠের বাইরে বাউন্সার সামলাতে হয়। দেখা হলে তোমাকে কিছু টিপস দেব। ততদিন ভালো থেকো।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন