বিয়ে করতে এসে কারাগারে বর
বাল্যবিয়ে করতে গিয়ে কারাগারে যেতে হলো বরকে। বাল্যবিয়ের অপরাধে তাকে সাতদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুধু বরই নয় বরের বাবা ও কনের বাবাকেও দণ্ড দেয়া হয়েছে। তাদের এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে দুদিনের কারাদণ্ড দেয়া হয়।
এ ঘটনা ঘটে আজ শনিবার সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায়।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীর সঙ্গে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার এক যুবকের বিয়ের আয়োজন করা হয়।
স্থানীয় লোকজনদের কাছ থেকে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক ঘটনার সত্যতা জানতে সেখানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান ও ধরমপাশা থানার এএসআই সাইফুর রহমানকে পাঠান।
বেলা একটার দিকে তারা কনের বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তুতি দেখতে পেয়ে আয়োজন বন্ধ করে দেন। এরপর বর ও বরের বাবা এবং কনের বাবাকে আটক করে নিয়ে আসেন। বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এরপর তাদের এ দণ্ড দেন আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক বলেন, দণ্ডপ্রাপ্ত বরকে কারাগারে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পুলিশ। বর ও কনের বাবা জরিমানার টাকা পরিশোধ করায় মুক্তি পেয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
বাঁধ নির্মাণ শুরু হয়নি হাওরে, নীতিমালা বদলালেও
সুনামগঞ্জে এক ফসলি বোরো ধান উৎপাদনসমৃদ্ধ হাওরগুলো রক্ষায় কাবিটার নতুনবিস্তারিত পড়ুন
সিরাজগঞ্জে ‘খাদ্যে বিষক্রিয়ায়’ মা-ছেলের মৃত্যু
সিরাজগঞ্জের তাড়াশে দুপুরের খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে শনিবার শিশুসহবিস্তারিত পড়ুন
সুন্দরগঞ্জে বজ্রপাতে ২ সন্তানের জননীর মৃত্যু
এল এন শাহী, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে বজ্রপাতে রাহেলা বেগমবিস্তারিত পড়ুন