বিয়ে করতে না পেরে পাত্রীর বরকে হত্যা
সদর উপজেলার পাকুরগাছিয়া বাজারে বিয়ে করতে না পেরে পাত্রীর বরকে কুপিয়ে হত্যা করেছে সোহেল নামের এক বখাটে।
রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ২ জন গুরুতর আহত হয়েছেন। তারা বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত রাসেলের চাচা নিজাম উদ্দিন জানান, নিহত রাসেলের স্ত্রী শিরিনকে বিয়ে করতে চায় একই এলাকার সোহেল। এ কারণে গত এক বছর ধরে রাসেলকে হত্যার হুমকি দিয়ে আসছিল সোহেল। এরই জেরে রাসেল ও তার ভাই রুবেলকে পাকুরগাছিয়া বাজারে পেয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে সোহেল ও তার লোকজন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় রাসেলের ভাই রুবেলকে বাঁচাতে এসে চম্পা নামের একজন গুরুতর আহত হয়েছেন।
বরগুনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মোতালেব হোসেন জানান, এ ঘটনার তদন্ত চলছে এবং পরবর্তী আইনানুক ব্যবস্থা নেয়া হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
ইরান-ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে গড়ানোর আগেই তেহরানবাসীদের শহর খালি করারবিস্তারিত পড়ুন