বিয়ে করলেন কারিশ্মার সাবেক স্বামী সঞ্জয় কাপূর

সঞ্জয়-করিশ্মা ১৩ বছরের বিবাহিত জীবনের ইতি ঘটান গত বছর। আর এরই মধ্যে কারিশ্মা কাপূরের সাবেক স্বামী সঞ্জয় কাপূর তার জীবনের তৃতীয় ইনিংসও শুরু করে দিলেন।
বিভিন্ন সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানায়, দীর্ঘ দিনের বান্ধবী উঠতি মডেল প্রিয়া সচদেবের সঙ্গে গত বৃহস্পতিবার গাঁটছড়া বেঁধেছেন সঞ্জয়।
এই নিয়ে তৃতীয় বারের জন্য বিয়ের পিঁড়িতে বসলেন সঞ্জয় কাপূর। বেশ কয়েক বছর আগে নিউইয়র্কেই প্রিয়ার সঙ্গে প্রথম দেখা হয় সঞ্জয়ের। দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কের পর বিয়ে করলেন তারা।
বিয়েতে দুই পরিবারেরর আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। রেজিস্ট্রি করেছেন বিয়ে।
কয়েক দিন পরে নিউইয়র্কে তাদের বিয়ে পরবর্তী বড়সড় করে একটি অনুষ্ঠান আয়োজন করবেন বলেও শোনা যাচ্ছে।
সঞ্জয়-করিশ্মার দুই সন্তান সামাইরা ও কিয়ান করিশ্মার সঙ্গেই থাকে।
সঞ্জয়-করিশ্মার বিচ্ছেদের পর এক সাক্ষাত্কারে করিশ্মার বাবা রণধীর কাপূর সংবাদমাধ্যমে বলেছিলেন, ‘‘সঞ্জয় অত্যন্ত খারাপ লোক। করিশ্মার সঙ্গে বিয়ে হওয়ার পরেও অন্য মহিলার সঙ্গে থাকত। গোটা দিল্লির মানুষ জানেন, ওর আসল পরিচয়টা ঠিক কী।’’
এদিকে সঞ্জয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ব্যবসায়ী সন্দীপ তোশনিওয়ালের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন করিশ্মা। সন্দীপ নাকি বান্দ্রাতে করিশ্মার জন্য নতুন ফ্ল্যাটও কিনেছেন। বিয়েও করতে পারেন তারা। তবে এ নিয়ে অফিশিয়ালি কিছু জানাননি কোনও পক্ষই।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন