বিয়ে করলেন ফের অভিনেতা কবির বেদি
বলিউড অভিনেতা কবির বেদি ফের বিয়ে করলেন। নিজের ৭০তম জন্মদিনে দীর্ঘদিনের সঙ্গী ৪২ বছর বয়সি পারভীন দুসাঞ্জকে বিয়ে করেছেন তিনি। নয় বছর ধরে একসঙ্গে বসবাস করছিলেন এ জুটি। গত ১৬ জানুয়ারি ছিল কবির বেদির ৭০তম জন্মদিন। এ উপলক্ষে আয়োজন করা হয়েছিল পার্টি। জন্মদিনের আমন্ত্রণে এসে অতিথিরা দেখেন শুধু জন্মদিন নয় এটি ছিল তার বিবাহ পরবর্তী সংবর্ধনা।
জানা গেছে, গত ১৫ জানুয়ারি, শুক্রবার বিয়ে করেন কবির-পারভীন জুটি। বিয়েতে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু।
জন্মদিনের পার্টির আয়োজন করা হয়েছিল শনিবার। পরে সেটি বিবাহ পরবর্তী সংবর্ধনা পার্টিতে পরিণত হয়। পার্টিতে উপস্থিত ছিলেন না কবিরের মেয়ে পূজা বেদি। তবে ছেলে অ্যাডাম উপস্থিত ছিলেন।
এর আগে তিনবার বিয়ের পিঁড়িতে বসেছেন কবির বেদি। তার আগের স্ত্রীরা হলেন প্রয়াত প্রতিমা বেদি, সুসান হামফ্রেস এবং নিকি বেদি।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন