বিয়ে করলেন মিমো

বিয়ে করলেন অভিনয়শিল্পী লামিয়া মিমো। আজ রোববার বিকেলে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। মিমোর বর সৈয়দ শাহরিয়ার মারুফ জন। একটি বহুজাতিক সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা তিনি। এ ছাড়া শখের বশে গানও গান জন। এদিকে পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ে হয়েছে মিমোর।
বিয়ের পর এনটিভি অনলাইনকে মিমো বলেন, ‘ইচ্ছে ছিল ভালোবাসা দিবসে বিয়ে করব কিন্তু দুই পরিবারের ইচ্ছাতেই দ্রুত বিয়ে করতে হলো। হঠাৎ করে সবকিছু ঘটেছে তাই কাউকেই জানানোর সময় পাইনি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
হঠাৎ করে বিয়ে করলেও বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে কাছের বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনকে দাওয়াত করবেন বলে জানান মিমো।
মিমোর বাগদান সম্পন্ন হয়েছিল গত বছরের ১৩ নভেম্বর। দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয়েছিল মিমোর বাগদান। বাগদানের পর শুটিং নিয়েই ব্যস্ত সময় পার করেছিলেন মিমো। এমনকি গতকাল শনিবারও নাটকের শুটিং করেছিলেন মিমো। বিয়ের পরও নিয়মিত নাটকে অভিনয় করবেন বলে জানান তিনি।
এদিকে মিমোর সঙ্গে তাঁর বরের পরিচয় অনেক দিন থেকেই। তাঁরা পরস্পর ভালো বন্ধু ছিলেন। একপর্যায়ে তাঁরা দুজনই বুঝতে পারেন তাঁদের ভালোলাগার বিষয়গুলো খুব কাছাকাছি। তাই বন্ধুত্বের সম্পর্ক থেকে এগিয়ে দুজন আজীবন একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন