বিয়ে করেছেন শাওন গানওয়ালা ও ত্রয়ী ইসলাম

বিয়ে করেছেন সঙ্গীতশিল্পী শাওন গানওয়ালা ও অ্যাঙ্কর ত্রয়ী ইসলাম। দীর্ঘ দুই বছরের প্রণয় শেষে সম্প্রতি পরিণয়ে আবদ্ধ হয়েছেন শোবিজের এই পরিচিত দুই মুখ। গত ৩০ জুন রাজধানীর খিলগাঁওয়ে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। একেবারে পারিবারিকভাবে আয়োজন করা এই বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।
শাওন ও ত্রয়ীর পরিচয় হয় একটি রেডিওর অনুষ্ঠানে যেখানে ত্রয়ী ছিলেন রেডিও জকির ভূমিকায় এবং শাওন উপস্থিত হয়েছিলেন অতিথি হিসেবে।
বিয়ে প্রসঙ্গে ত্রয়ী ইসলাম বলেন, শাওনের সাথে আমার পরিচয় ৫ বছর আগে হলেও প্রেমের সম্পর্ক তৈরি হয় দুই বছর আগে। সর্বশেষ এ বছরের শুরুর দিকে আমরা বিয়ের সিদ্ধান্ত নেই। শাওনকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি অনেক হ্যাপি, আমাদের জন্য দোয়া করবেন।
শাওন বলেন, বিয়ে একটা দায়িত্ববোধের বিষয়। প্রেমের সম্পর্কেও একটা দায়িত্ব থাকে। কিন্তু বিয়ের পরে সেটা একেবারে ভিন্নভাবে চলে আসে। আমাদের ভালোবাসার সম্পর্ক, এখন আমরা একটা সুখের সংসার প্রত্যাশা করি। সবার নিকট দোয়া প্রার্থনা করছি।
শাওন-ত্রয়ীর বিয়েতে উপস্থিত ছিলেন, জুয়েল মোর্শেদ, তন্ময় তানসেন, ফারিয়া শবনম, খালেদ মোস্তফা, শিমুল মোস্তফা, খিলগাঁও, শাওন, স্বপ্নীল সজিবসহ কিছু কাছের মানুষ। খুব ছোট পরিসরে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হলেও কিছুদিন পরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। শাওন ও ত্রয়ী বিয়ে পরবর্তী মধুচন্দ্রিমায় কুয়াকাটা অবস্থান করছেন।
গত বছর শাওনের গান ‘ইচ্ছে মানুষ’- ব্যাপকভাবে আলোচিত হয়। এই গান শাওনকে নতুনভাবে পরিচয় করিয়ে সঙ্গীতপ্রেমীদের সাথে। প্রথম একক ‘স্পর্শ করি তোমায়’। গেয়েছেন মিক্সড অ্যালবামেও—‘স্বপ্ন ছবি’, ‘বৃষ্টি নিমন্ত্রণ’, ‘প্রেমের গান’। প্রথম প্লেব্যাক ‘ছুঁয়ে দিলে মন’ চলচ্চিত্রে।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন