বিয়ে করেনি ব্লগার নিলয়, দাবি মা-বাবার
ব্লগার নিলাদ্রী চট্টোপাধ্যায়ের (নিলয়) গ্রামের বাড়ি পিরোজপুরের চলিশায় চলছে শোকের মাতম। এই মাতমের মধ্যেই সাংবাদিকদের সঙ্গে তার মা-বাবা দাবি করলেন নিলয় বিবাহ করেনি। রমজানের পরেও বাড়িতে এসেছিল নিলয়। তখনও বলেনি সে বিবাহ করেছে। আমরা পত্রিকায় জানতে পেরেছি তার স্ত্রী আছে। সে নাকি একই বাসায় বসবাস করতো। কিন্তু আমরা এটা জানি না!
গত শুক্রবার দুপুরে রাজধানীর খিলগাও এর ভাড়া বাসায় দুর্বৃত্তদের হাতে খুন হন নিলাদ্রী চট্টোপাধ্যায় নিলয় (নান্টু)। এরপরই তার স্ত্রী বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও পুলিশের সঙ্গে কথা বলেন। তার ছবিও পত্রিকায় ছাপা হয়েছে। কিন্তু তার পিতা-মাতা ও একমাত্র বোন এই শোকের মধ্যেও বিষয়টিকে গুরুত্ব দিয়ে সাংবাদিকদের জানান, নিলয় আমাদের জানা মতে বিবাহ করেনি।
তার স্ত্রী আশা মনির নাম উল্লেখ করে তারা বলেন, আশা মনি কে তা আমরা চিনি না জানিও না। আহাজারির মধ্যেই তার মা অভিযোগ করে বলেন, আমার ছেলের নিরাপত্তা দিতে এই সরকার ব্যর্থ হয়েছে। নিলয়ের জন্মস্থান পিরোজপুর সদর উপজেলার ৫ নং টোনা ইউনিয়নের চেয়ারম্যান আবদুস সোবহান খান ও তার নিজ গ্রাম চলিশার ১নং ওয়ার্ড ইউপি সদস্য জাকির হোসেন তালুকদার জানান, আমরা যতদূর জানি নিলয় বিবাহ করেনি। সে মেধাবী ছাত্র ছিল। এলাকায় তার কোনো শত্রু ছিল না বলেও ইউপি সদস্য জাকির জানান।
নিলয়ের একমাত্র বোন জয়শ্রী চট্টোপাধ্যায় বলেন, নীলাদ্রী চলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু করেন। তেজদাসকাঠি উচ্চ বিদ্যালয় হতে এসএসসি এবং পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন। বোন আরো বলেন, ঈদের পরে বাড়িতে এসেছিল নিলয়। তখন মা তাকে ঢাকায় যেতে নিষেধ করেছিল। তাকে বাড়িতে থেকে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতেও বলেছিল। কিন্তু মায়ের কথা না শুনে সে ঢাকা চলে যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিলয়ের মরদেহ বাড়িতে পৌছেনি। পুত্রের মরদেহের অপেক্ষায় আছেন তার বাবা তারাপদ চট্টোপাধ্যায়, মা অর্পনা রানী, বোন জয়শ্রীসহ এলাকার মানুষ। তার মরদেহ নিজ বাড়িতেই সনাতন ধর্মমতে সৎকার করা হবে বলে পারিবারিকসূত্রে জানা গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
নিজস্ব সংবাদদাতা: শীর্ষস্থানীয় জঙ্গিবাদী সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এরবিস্তারিত পড়ুন