বিয়ে না করার কারণ জানালেন সালমান খান
বলিউডের অবিবাহিত তারকা-অভিনেতাদের মধ্যে সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলর হচ্ছেন ‘মুঝসে শাদি করোগি’ তারকা সালমান খান। পঞ্চাশের কাছাকাছি এসেও এখন পর্যন্ত বিয়ের পথ মাড়াননি খান সাহেব।
অবশ্য একের পর এক সম্পর্ক ভাঙা-গড়ার খেলায় মেতে বলিউডে বিরল নজিরই গড়েছেন তিনি। সালমান কেন বিয়ে করছেন না, তা জানার জন্য আগ্রহের কমতি নেই তার অগণিত ভক্তের। লাখো তরুণীর মন জয় করলেও, বিয়ের প্রতি কেন এত অনীহা তার? এবার নিজেই দিলেন তার উত্তর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান জানান, স্বামী হিসেবে খুবই বাজে হবেন তিনি। আর এই আশঙ্কায়ই বসতে চান না বিয়ের পিঁড়িতে।
সালমানের ‘প্রেম রাতান ধান পায়ো’ সহশিল্পি সোনাম কাপুরের মতে, যেসব পুরুষ নিজের মাকে ভালবাসেন, তারা স্বামী হিসেবেও চমৎকার হবেন। সেই সূত্র ধরেই সাংবাদিকরা বলে বসেন, সালমানও নিজের মাকে খুবই ভালোবাসেন বলে শোনা যায়, তবে তিনিও কি দারুণ স্বামী হবেন? সোনাম একবাক্যে জবাব দেন, অবশ্যই।
কিন্তু সোনামের সঙ্গে একমত হতে পারেননি সালমান।
তিনি বলেন, আমার নিজের ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। স্বামী হিসেবে আমি মোটেও ভালো হবো না, এই কারণেই আমি বিয়ে করছি না। কারণ আমি জানি, যে নারী আমাকে বিয়ে করবে সে কখনো সুখি হবে না।
অবশ্য স্বামী হিসেবে ভালো না হলেও বাবা হিসেবে চমৎকার হবেন বলেই বিশ্বাস করেন সালমান।
সম্প্রতি রোমানিয়ান মডেল ও টিভি ব্যক্তিত্ব লুলিয়া ভ্যান্টুরের সঙ্গে সালমানের আংটি বদলের খবর ঝড় তুলেছিল ভারতীয় গণমাধ্যমে, কিন্তু পরে তা গুজব প্রমাণিত হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন