বিয়ে নিয়ে অভিনেত্রী জয়ার রসিকতা!
বাংলাদেশের জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী জয়া আহসান কলকাতায় একের পর এক সিনেমায় অভিনয় করে চলছেন। অসাধারণ অভিনয়শৈলীর জন্য তিনি এখন কলকাতার সর্বমহলে দারুণ জনপ্রিয়।
সেই জয়া নাকি এবার ‘গাছ’ কে বিয়ে করবেন! আজ ওপার বাংলার জনপ্রিয় দৈনিক আনন্দবাজারে প্রকাশিত হয়েছে এই সংক্ষিপ্ত সাক্ষাতকার।
বিষয়টি আসলে কী? কৌশিক গাঙ্গুলীর ‘বিসর্জন’ ছবির ডাবিংয়ে তার অভিনয় দেখে অনেকেই চমকে গিয়েছেন। কেউ কেউ তো বলছেন ভারতের পরবর্তী ন্যাশনাল অ্যাওয়ার্ড জয়া পাবেনই! কিন্তু তিনি ভারতের ন্যাশনাল অ্যাওয়ার্ড তো পাবেন না দুটো কারণে। এক, তিনি ভারতীয় নাগরিক নন। দুই, ছবিটা যদি দুই দেশের মধ্যে জয়েন্ট ভেঞ্চার হয় তবেই সেই ছবির নায়ক-নায়িকা অন্য দেশের হলেও জাতীয় পুরস্কারের জন্য বিবেচিত হবেন। ‘বিসর্জন’ যেহেতু জয়েন্ট ভেঞ্চার নয়, তাই জয়ার নো চান্স।
কী করবেন? জিজ্ঞেস করতেই জয়ার রসিকতা, “কী আর করা! অন্য কাউকে তো পেলাম না। এ দেশের গাছের সঙ্গে ভাবছি বিয়ে করে নেব। তা হলে অন্তত আমি জাতীয় পুরস্কারের জন্য এলিজেবল হব। কী বলেন, আইডিয়াটা কেমন?”
নিজের মেজাজে মজা করে বলেন জয়া। জয়া গাছকে বিয়ে করে খুশি হতে পারেন, কিন্তু তার এমন সিদ্ধান্ত শুনে যে টলিগঞ্জের অনেক অভিনেতা এবং পরিচালকরাই ভেঙে পড়বেন, তা বলাই বাহুল্য।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন