বিয়ে নিয়ে আলিয়ার ‘জটিল’ ভাবনা
বয়স কম হলেও আলিয়া ভাটই এখন বলিউডের অন্যতম চাহিদা সম্পন্ন নায়িকা। মাত্র ২৪ বছর বয়সে পেয়েছেন একাধিক ব্যবসা সফল ছবির জনপ্রিয়তা। ক্যারিয়ারে যেমন সফল, তেমনি ব্যক্তিগত জীবনেও প্রেমের কারণে তিনি আলোচিত। সকলেই জানেন, সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে রোমান্টিক সম্পর্কে আছেন বলিউড অভিনেত্রী। কিন্তু হঠাৎ কি এমন হল, যে কারণে বিয়ে নিয়ে আপত্তি তুললেন আলিয়া!
২০১২ সালে মুক্তি প্রাপ্ত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার শুটিং থেকে দু’জনের পরিচয়, এরপর পরিনয়। তারপর থেকে সিদ্ধার্থ-আলিয়াকে এখন প্রায় সর্বত্রই একসঙ্গেই দেখা যায়। আনুষ্ঠানিক ভাবে সিদ্ধার্থ ও আলিয়া তাদের সম্পর্কে কথা না জানালেও তাদের প্রেম বলিউড ওপেন সিক্রেট। শোনা যায়, দু’জনের পরিবার থেকেও নাকি এই সম্পর্কটা মেনে নেওয়া হয়েছে। তাই ধারণা করা হচ্ছে, একে অপরকেই বিয়ে করবেন আলিয়া-সিদ্ধার্থ।
তবে বিয়ে নিয়ে আলিয়ার মতামত কিন্তু একটু অন্যরকম। আলিয়ার মতে, ‘বিয়ে অত্যন্ত জটিল জায়গা’। আবার আলিয়া এও মনে করেন, অনেকেই প্রথম বিয়ে করার পর বোঝেন সেটা ঠিকঠাক হয়নি। তবে এটা কোনও ভুল নয়। এটা আগে থেকে না ভেবে সিদ্ধান্ত নেওয়ার পরিনাম। এই মন্তব্য থেকে বলিউডের একাংশ মনে করছেন, বিয়েকে ঘিরে ইতোমধ্যে ভাবনা চিন্তা শুরু করেছেন আলিয়া। তবে তার এই মন্তব্যের বিপরীতে সিদ্ধার্থ কি ভাবছেন, তা অবশ্য জানা যায় নি।
এই সংক্রান্ত আরো সংবাদ
‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন
বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন
শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













