‘বিয়ে হলো কিন্তু নিউজ হলো না’

‘বিয়ে হলো কিন্তু নিউজ হলো না’। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বিয়ের কনের সাজে এমনই একটি ছবি গতকাল রাত ১০টায় পোস্ট করে উক্ত ক্যাপশন দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। আর তার সাথে বরের সাজে আছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান।
এদিকে জাহিদ হাসানের পরনে শেরওয়ানি, মাথার পাগড়িটা হাতে। আর নাকে নথ, কপালে টিকলি, চুলে বেণীতে ফুলের গোছা, দুই হাতে রঙিন চুড়ি। হাতে রঙিন মেহেদি। এমন রূপে পাশে ঠিক নববধূর সাজে অভিনেত্রী পূর্ণিমা। পাঠক চমকে গেলেন নিশ্চয়ই? এমন দৃশ্য বাস্তবে নয়।
মজার এই দৃশ্যটি একটি নাটকের। নাটকটির নাম `প্রিয় রঙ হলুদ`। এটি পরিচালনা করছেন নাট্য নির্মাতা ইমরাউল রাফাত। গত ২৩ আগস্ট রাজধানী মগবাজারের বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণ হয়েছে। আর চলবে আরও দুই দিন। আসছে ঈদে নাটকটি এনটিভিতে প্রচার হওয়ার কথা রয়েছে।
জানতে চাইলে নাটকটি প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘চমৎকার একটি গল্প নিয়ে নির্মিত হচ্ছে এই নাটকটি। পারিবারিক গল্পের আবহে এটি নির্মিত হচ্ছে। নাটকটি দর্শকদের দেখার আমন্ত্রণ রইলো।’ তিনি আরো বলেন, ‘বহুদিন পর জাহিদ হাসানের সঙ্গে কাজ করছি। খুব ভালো লাগছে।’
নির্মাতা রাফাত জানান, মঙ্গলবার (২৩ আগস্ট) মগবাজারে নাটকটির নির্মাণ কাজ শুরু হয়েছে। আগামী ২দিন শুটিং চলবে।
আসছে ঈদে ‘প্রিয় রঙ হলুদ’ নাটকটি এনটিভিতে প্রচারিত হবে।
উল্লেখ্য, জাহিদ হাসান-পূর্ণিমা দু`জনেই শোবিজের প্রতিষ্ঠিত অভিনেতা-অভিনেত্রী। তারা জুটি বেঁধে এর আগে বেশকিছু কাজ করেছেন। যেমন- জনপ্রিয় সিরিয়াল লাল নীল বেগুনী, এক ঘণ্টার নাটক `ঘরের খবর পরের খবর`, টেলিফিল্ম `জলে ভাসা পদ্ম`।
এছাড়া তাদের একসঙ্গে জনপ্রিয় ম্যাগাজিন ইত্যাদিতেও পারফর্ম করতে দেখা গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন