বিয়ে হয়ে গেল পাওলি-ইন্দ্রনীলের!

২০১৫ সালের আগে থেকে পাওলি দাম ও ইন্দ্রনীল সেনগুপ্ত নাকি পরস্পরকে সবচেয়ে বেশি সময় দিয়েছিলেন। আসলে ‘তবু অপরিচিত’ ছবিটির শুটিং শুরু হয়েছিল সেই সময়, যেখানে ছিল পাওলি-ইন্দ্রনীল জুটি। এবার তো তাদের একেবারে বিয়েতে দেখা গেল । আর সেই বিয়ে নিয়ে টলিপাড়ায় চলছে ফিসফাস।
শুটিংফ্লোরেও তাদের সবচেয়ে বেশি একসঙ্গে দেখা গিয়েছিল। কেননা সেই সময় পরস্পরের বিপরীতে তারা কাজ করছিলেন সবচেয়ে বেশি সংখ্যক ছবিতে। বলাই বাহুল্য, তখন পরপর পাওলি-ইন্দ্রনীলকে একই ছবির সেটে পাওয়া গিয়েছে। ‘তবু অপিরিচিত’ ছবিতে তাদের দেখা গেল বিয়ের দৃশ্যে।
এ বিয়ের দৃশ্যের নেপথ্যের গল্পটিও খুব ইন্টারেস্টিং। চিত্রনাট্য অনুযায়ী, শুধুমাত্র শাস্তি দেবে বলে পাওলির চরিত্রটি ইন্দ্রনীলকে বিয়ে করে। কারণ পাওলি তার কাছের মানুষকে হারিয়েছিলেন ইন্দ্রনীল অভিনীত চরিত্রটির কারণেই। সে কারণেই বিয়ের পরও সে ব্যবধান রয়ে যায়। বাকি ঘটনা অবশ্য জানা যাবে ছবি মুক্তির পরই। স্বরূপ ঘোষ পরিচালিত এ ছবিটি আগামী শুক্রবার অর্থাৎ ২ সেপ্টেম্বর মুক্তি পাবে।
এ বছরটা পাওলির জন্য খুব স্পেশাল, প্রথমত মহানায়ক সিরিজে তার অভিনীত সুচরিতা সেন চরিত্রটি জনপ্রিয়তা পেয়েছে। যা মুলত সুচিত্রা সেনের আদলে তৈরি। অন্যদিকে এ বছর পুজার সময় পাওলিকে পাওয়া যাবে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘জুলফিকার’ ছবিতে। আর ইন্দ্রনীল-পাওলি কম করে ৬-৭টি ছবিতে একত্রে কাজ করে ফেলেছেন। ফলে তাদের ক্যামিষ্ট্রিও চোখে পড়ার মতো। ‘তবু অপরিচিত’ ছবির অন্যতম ইউএসপি তাদের অনবদ্য রসায়ন। আর ইন্দ্রনীলকে খুব শিগগিরই কিরীটি হিসেবে আত্মপ্রকাশ করতে দেখা যাবে। ফলে এই দুই নায়ক-নায়িকার ‘তবু অপরিচিত’ ছবিতে কাছে আসা দর্শকমনে ছাপ ফেলবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন