‘বি’ গ্রুপে সেমিফাইনালে ওঠার রাস্তা এখনও সবার জন্যই উন্মুক্ত

৩২২ রান তাড়া করা সহজ কথা নয়। শ্রীলঙ্কার জন্যও বিষয়টা সহজ ছিল না। আর সামনে যখন শক্তিশালী ভারত তখন, শ্রীলঙ্কার ওপর ভরসা করারও কোনো কারণ নেই।
অথচ, সাম্প্রতিক সময়ে পারফরম্যান্সহীনতায় ভোগা সেই শ্রীলঙ্কা দলই স্রেফ উড়িয়ে দিল ভারতকে। আট বল বাকি থাকতে সেই জয়টাও আসে সাত উইকেটের বিশাল ব্যবধানে।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এমন রোমাঞ্চে ঠাঁসা ম্যাচটি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় লন্ডনের কেনিংটন ওভালে। শিখর ধাওয়ানের ১২৫, রোহিত শর্মার ৭৮ ও মহেন্দ্র সিং ধোনির ৬৩ রানে ভর করে টসে হেরে ব্যাট করতে নামা ভারত বোর্ডে জমা করেছিল ৩২১ রান।
জবাবে, ১১ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপরের বাকিটা সময় আর জয় নিয়ে শঙ্কা তৈরি হয়নি শ্রীলঙ্কার। ইনজুরিতে আক্রান্ত চামারা কাপুগেদারার বদলী হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেয়েই বাজিমাৎ করেন দানুশকা গুনাথিলাকা।
এই ওপেনারের ৭৬ রানের সাথে বড় অবদান ছিল কুশল মেন্ডিসের। তাঁর ব্যাট থেকে আসে ৮৯ রান। এছাড় অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস ৫২ ও কুশল পেরেরা ৪৭ রান করেন।
‘বি’ গ্রুপে সেমিফাইনালে ওঠার রাস্তা এখনও সবার জন্যই উন্মুক্ত। শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকা প্রত্যেকে দু’টি করে ম্যাচ খেলে জিতেছে একটিতে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন