রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বীথির চিকিৎসায় এক মাসে ভালো ফলের আশা

মুখসহ সারা শরীরে লোম নিয়ে জন্ম নেওয়া বীথি আক্তারের (১২) চিকিৎসায় আগামী এক মাসের মধ্যে ভালো ফল আশা করছেন চিকিৎসকরা। চিকিৎসকরা প্রথমে তার স্তনের সার্জারি করার কথা ভাবছেন। এরপর লোম ও দাঁতের চিকিৎসা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) স্তনের সার্জারির পর ত্বকের চিকিৎসার জন্য বীথিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হবে।

গত ১৬ এপ্রিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের অ্যান্ডোক্রাইনোলজি (ডায়াবেটিস ও হরমোন) বিভাগের ১৬ নম্বর ওয়ার্ডে ২০ নম্বর বেডে অধ্যাপক মো. ফরিদ উদ্দিনের অধীনে চিকিৎসাধীন আছে বীথি আক্তার।

এ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক মো. ফরিদ উদ্দিন বলেন, ‘বীথির সমস্যাগুলোকে আমরা পার্টিকুলার কোনো রোগের মধ্যে ফেলতে পারছি না। এগুলো হচ্ছে মাল্টিপল সিনড্রোম, কতগুলো সমস্যার সমন্বয়। তার সমস্যা একটা না। সমস্যা তিনটা। তবে এটা বলা যায় যে, সমস্যাগুলো জন্মগত। বাংলাদেশে এ ধরনের রোগী এই প্রথম দেখলাম। এ ধরনের রোগী এর আগে আর দেখা যায়নি।’

তিনি বলেন, ‘এ পর্যন্ত হরমোনের যেসব পরীক্ষা করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে হরমোন স্বাভাবিক আছে। এ ছাড়া হরমোনের আরো কিছু পরীক্ষা বাকি আছে। সেগুলো হয়ে গেলে আরো কিছু বিষয় হয়তো জানা যাবে। আমরা আশা করছি, আগামী এক মাসের মধ্যে একটা ভালো ফল আসবে।’

ডা. ফরিদ উদ্দিন আরো বলেন,‘বীথির ত্বক ও স্তনের চিকিৎসার জন্য আলাদা আলাদা মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তারা এ নিয়ে কাজ করছেন। আমরা প্রথমে তার স্তনের সার্জারি করার কথা ভাবছি। তারপর মুখের লোমের চিকিৎসা এবং সবশেষে দাঁতের চিকিৎসা করা হবে। দাঁতের চিকিৎসায় অনেক দিন সময় লাগবে। আশা করছি, আগামী এক সপ্তাহের মধ্যে স্তনের সার্জারি করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এই বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক এসে বীথিকে দেখে গেছেন। তারা সার্জারি করার ব্যাপারে সম্মতি জানিয়েছেন।’

স্তনের সার্জারির পর ত্বকের চিকিৎসার জন্য তাকে সিএমএইচে পাঠানো হবে। চর্মরোগ বিশেষজ্ঞরা বলেছেন, লোমের সমস্যা সমাধানের জন্য লেজার থেরাপি দিতে হবে। কিন্তু বিএসএমএমইউ-তে সেই ব্যবস্থা নেই। এজন্য তাকে সিএমএইচে পাঠানো হবে। যেহেতু সে মেয়ে, সে কারণে অন্তত যদি তার মুখটাকে লোমমুক্ত করা যায় তাহলেও তার জন্য অনেক ভালো হবে।

বীথির চিকিৎসা এগিয়ে নিতে বিএসএমএমইউ এবং চিকিৎসকরা সহযোগিতা করছেন জানিয়ে তিনি বলেন, ‘আমাদের গরিব দেশ। ফ্রি সবকিছু করতে গেলে একটা সিস্টেমর মধ্যে দিয়েই করতে হয়। বীথির পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে করে দেওয়া হচ্ছে। ওষুধ এবং অপারেশন সংশ্লিষ্ট কিছু খরচ আছে। এগুলোর জন্য কিছু টাকা জোগাড় করতে হবে।’

এ ধরনের রোগের বিষয়ে জনগণকে সতর্ক করতে এবং কুসংস্কার দূর করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশের আনাচে-কানাচে এমন অনেক রোগী আছেন, যারা লোকলজ্জা ও কুসংস্কারের কারণে চিকিৎসকের কাছে আসেন না। তাদের বলব, এ ধরনের কোনো সমস্যা দেখা দিলে দ্রুত নিকটস্থ চিকিৎসক কিংবা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালে এসে পরামর্শ নিন। প্রয়োজনে চিকিৎসা নিন।’

সোমবার দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, বীথিকে পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। পরে বেডে আনা হলে বীথি জানায়, তার কিছুটা ভালো লাগছে। স্তনের জ্বালাপোড়া কিছুটা কমেছে।

বীথির বাবা আব্দুর রাজ্জাক বলেন, অপারেশন বা পরীক্ষা-নিরীক্ষার খরচ না লাগলেও অন্যান্য খরচ তো লাগছে। সে টাকা কোথায় পাব? হাসপাতালে মেয়েকে নিয়ে থাকার কারণে তো কাজও করতে পারছি না।

আব্দুর রাজ্জাক আরো বলেন, জন্ম থেকেই বীথির মুখে দাড়ি-গোঁফসহ সারা শরীরে লোম ছিল। এতে কোনো সমস্যা হচ্ছিল না। এক বছর আগে স্তন অস্বাভাবিক আকারে বাড়তে থাকে। আর মাসখানেক আগে স্তনে জ্বালাপোড়া শুরু হয়। এর আগে সাত বছর বয়সে দাঁত পড়ে যায়। পরে আর সেই দাঁতও গজায়নি।

টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার জয়ভোগ গ্রামের আবদুর রাজ্জাকের তিন সন্তানের মধ্যে বড় বীথি। জয়ভোগ পাবলিক উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন

নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন

  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
  • চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • সিলেটে ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • ছুটি শেষে কর্মচঞ্চল আখাউড়া স্থলবন্দর
  • নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সিলেট বিভাগের বন্যা ভয়ঙ্কর রুপ নিচ্ছে
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ