‘বীর্য দস্যু’ তিন কন্যা! গাড়িতে তুলে ধর্ষণ যুবককে!!

বীর্য দস্যুদের খপ্পরে পড়ে গণধর্ষণের শিকার হলেন যুবক শিক্ষক। ক্ষতবিক্ষত অবস্থায় তাঁকে জঙ্গলে ফেলে রেখে চম্পট দিল দুষ্কৃতীরা। তদন্তে নেমে ৩ মহিলাকে খুঁজছে পুলিশ।
সম্প্রতি জিম্বাবোয়ের বুলাওয়াইয়ো শহরের এক যুবককে গণধর্ষণ করে তিন মহিলা। অভিযোগ, প্রথমে দক্ষিণ আফ্রিকার নাম্বারপ্লেট যুক্ত একটি টয়োটা কোয়ান্টাম গাড়িতে পেশায় শিক্ষক ওই যুবককে লিফ্ট দেয় দুষ্কৃতীরা। তার পর তাঁর হাত-পা চেপে ধরে চোখ ঢেকে দিয়ে বোতল থেকে মাদক মেশানো পানীয় পান করতে বাধ্য করা হয়। সঙ্গে সঙ্গেই জ্ঞান হারান যুবকটি। এর পরে পালা করে তাঁকে ধর্ষণ করে অভিযুক্ত তিন মহিলা। সেই সঙ্গে সংগ্রহ করা হয় ওই যুবকের বীর্য। যৌন নিগ্রহের পরে নগ্ন অচৈতন্য যুবককে রাস্তার পাশে ঝোপের ধারে ফেলে রেখে পালিয়ে যায় অপরাধীরা।
জ্ঞান ফিরলে ঝোপের উপরে রাখা পোশাক পরে কোনও রকমে থানায় পৌঁছান ওই শিক্ষক। পুলিশের কাছে ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে তিন অজ্ঞাতপরিচয় মহিলার বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে, যৌন নিগ্রহের জেরে যুবকের অণ্ডকোষে গভীর ক্ষত তৈরি হয়েছে। তাঁকে স্থানীয় সেন্ট লিউক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১১ সালে প্রথম বীর্য দস্যুদের খবর পাওয়া যায়। সেই সময় গোয়েরু ও হারারে শহরের মধ্যবর্তী রাস্তায় তাদের হাতে হেনস্থা হন একাধিক গাড়িচালক। তদন্তে নেমে পুলিশ তিন মহিলাকে গ্রেপ্তার করে। তাদের হেফাজত থেকে ৩১টি কন্ডোম ভর্তি বীর্য উদ্ধার করা হয়। ২০১৬ সালেও খবরের শিরোনামে ওঠে বীর্য দস্যুরা। বুলাওয়াইয়ো শহরেরই এক যুবককে অপহরণ করার পরে যৌন মিলনে বাধ্য করে তিন মহিলা। তার পরে তার বীর্য নিয়ে চম্পট দেয় তারা। শিক্ষককে যৌন হেনস্থাকারী তিন দুষ্কৃতীর খোঁজে পুলিশ তল্লাশিতে নেমেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন