বুধবার থেকে কাজ শুরু বোলিং রিভিউ কমিটির
ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে তাসকিন আহমেদ ও আরাফাত সানির বোলিং অ্যাকশন নিষিদ্ধ হবার পর থেকেই নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে কারণে সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অংশ নেয়া সব বোলারের ওপরই নজরে রাখতে শুরু করে তারা। শুরুতে গঠন করার কথা থাকলেও, লিগের শেষ দিকে এসে তৈরী করা হয় বোলিং রিভিউ কমিটি। সেই কমিটি আনুষ্ঠানিকভাবে আগামীকাল বুধবার থেকে প্রথমবারের মত হাতে-কলমে কাজ শুরু করবে।
এবারের লিগে মোট ১১জন বোলারের বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আম্পায়াররা। তবে কালই সবাইকে নিয়ে কাজ করবে না রিভিউ কমিটি। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী প্রথম দিনে দু’জন বোলার নিয়ে কাজ করবেন তারা। এরা হলেন মোহামেডানের নাঈম ইসলাম জুনিয়র ও আবাহনীর অমিতাভ কুমার নয়ন। এমনটাই জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
মঙ্গলবার বিসিবি কার্যালয়ে জালাল ইউনুস বলেন, ‘আমরা দুইজন বোলার নিযে কাজ শুরু করবো। আগামীকাল সকাল দশটায় কাজ শুরু হবে। ক্যামেরা যা সেটআপ করার আমরা করে রাখবো। দুইজন বোলার হচ্ছে নাঈম ইসলাম জুনিয়র ও অমিতাভ নয়ন। এই দুইজনকে নিয়ে আমরা প্রথম দিন কাজ করবো।’
অভিযুক্ত ১১ বোলারের তালিকা
মুস্তাফিজুর রহমান (গাজী গ্রুপ ক্রিকেটার্স)
মইনুল ইসলাম (গাজী গ্রুপ ক্রিকেটার্স)
অমিত কুমার নয়ন (আবাহনী লিমিটেড)
রেজাউল করীম রাজীব (প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব)
মোহাম্মদ শরিফুল্লাহ (কলাবাগান ক্রীড়া চক্র)
আসিফ আহামেদ রাতুল (লিজেন্ডস অব রূপগঞ্জ)
নাঈম ইসলাম জুনিয়র (মোহামেডান স্পোর্টিং ক্লাব)
ফয়সাল হোসেন ডিকেন্স (মোহামেডান স্পোর্টিং ক্লাব)
সঞ্জিত সাহা (ব্রাদার্স ইউনিয়ন)
সাইফুদ্দিন (সিসিএস)
আরাফাত সানি (শেখ জামাল ধানমন্ডি ক্লাব)
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন