বুধবার বিকালে ঢাকা আসছে আফগানিস্তান
বাংলাদেশ জাতীয় দলের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বুধবার বিকালে ঢাকা আসছে আফগানিস্তান ক্রিকেট দল। বাংলাদেশ সিরিজকে সামনে রেখে ভারতে অবস্থান করা আফগানিস্তান ক্রিকেট দলের ক্রিকেটাররা জেট এয়ারওয়েজের এক ফ্লাইটে চড়ে বুধবার স্থানীয় সময় ৪.২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র নিশ্চিত করেছে।
আফগানিস্তানের সাথে তামিম বিসিবির সূত্রমতে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সেখান থেকে সরাসরি রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অবস্থানের জন্য চলে যাবে আফগান ক্রিকেটাররা।
পরদিন হোম ক্রিকেটে অনুশীলন করে ২৩ সেপ্টেম্বর সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের বিপক্ষে মাঠে নামবে আইসিসির সহযোগী দেশটি। বিসিবি একাদশ ও আফগানিস্তানের মধ্যকার প্রস্তুতি ম্যাচটি ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ইংল্যান্ড সলের বাংলাদেশ সফরকে সামনে রেখে, ক্রিকেটারদের শতভাগ প্রস্তুতির জন্য এ সিরিজের আয়োজন করেছে বিসিবি।
সফরে মাশরাফি বাহিনীর বিপক্ষে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে আফগানিস্তান ক্রিকেট দল। ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে মিরপুরের হোম অব ক্রিকেটে যথাক্রমে ২৫, ২৮ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর। তাছাড়া আসন্ন এ সিরিজের সবগুলো ম্যাচ কৃত্রিম আলোতে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
এখনো পর্যন্ত, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দুইবার পশপোরের মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও বাংলাদেশ। যার মধ্যে উভয় দল একটি করে ম্যাচ জয় লাভ করেছে। দু’দলের প্রথম দেখায় এশিয়া কাপে মাশরাফি-সাকিবহীন বাংলাদেশ ৩২ রানে হেরে গেলেও বিশ্বকাপের মতো আসরে আফগানিস্তানকে ১০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে মধুর প্রতিশোধ নেয় টাইগাররা।
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের চূড়ান্ত সময়সূচি
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন