বুধবার মাঠের লড়াইয়ে নামছে প্রমীলারা
বুধবার পাকিস্তানের বিপক্ষে ২ ম্যাচ টোয়েন্টি২০ সিরিজের প্রথমটিতে মাঠে নামছে বাংলাদেশের প্রমীলা ক্রিকেটাররা। করাচির সাউথ এন্ড ক্রিকেট ক্লাব মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়। সব ম্যাচই পিটিভি সরাসরি সম্প্রচার করবে।
সফরকারীদের নিরাপত্তার কথা ভেবে সিরিজের ২টি টোয়েন্টি২০ ও ২টি ওয়ানডেসহ মোট ৪টি ম্যাচই হবে এই মাঠে। সিরিজ খেলতে পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়ার আগের দিন বিসিবি’তে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ নারী দলের অধিনায়ক সালমা খাতুন বলেছিলেন, ‘স্বাগতিকদের বিপক্ষে জয়ের জন্যই খেলবে তার দল।’
প্রসঙ্গত, ২০০৯ এ শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলার পর এটিই বাংলাদেশের প্রথম পাকিস্তান সফর। পাকিস্তানে চলমান অস্থির রাজনৈতিক বাস্তবতাকে আলিঙ্গন করেই সোমাবার বাংলাদেশের প্রতিনিধিরা পা রেখেছে পাকিস্তানে। সঙ্গত কারণেই সফরটি দু’দলের জন্য ঐতিহাসিকের তকমা পেয়ে গেছে। আর এমন ঐতিহাসিক সিরিজ জিততে দল ২টি দলই মরিয়া হয়ে খেলবে সেকথা বলার আর অপেক্ষা রাখে না।
তবে পরিসংখ্যান বিচারে এগিয়ে স্বাগতিকরা। ২০১১ সালে বাংলাদেশ নারী ক্রিকেট দল আইসিসি’র ওয়ানডে মর্যাদা পাবার পর পাকিস্তানের বিপক্ষে এ পর্যন্ত ম্যাচ খেলেছে ৪টি, যেখানে কোনটিতেই জয় নেই সালমাদের।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন