বুধবার মুখে কালো কাপড় বেঁধে শিক্ষকদের প্রতিবাদ
আন্দোলনের ১৭তম দিনে আগামীকাল বুধবার মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে নন-এমপিও শিক্ষক প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন।
মঙ্গলবার ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মো. এশারত আলী এ কর্মসূচি ঘোষণা করেন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে নিম্ন মাধ্যমিক-মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি ও মাদরাসার স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন এমপিওভুক্তির দাবিতে মঙ্গলবার ১৬তম দিনেও লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেন।
এ দিন সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, মানবাধিকার নেত্রী খুশী কবির, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি লাকী আক্তার, সাধারণ সম্পাদক জি.এম জিলানী শুভ ও দপ্তর সম্পাদক দীপক শীল এবং বিভিন্ন শ্রেণি পেশার নেতারা।
এ সময় বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অনতিবিলম্বে আন্দোলনরত শিক্ষকদের এমপিওভুক্তির দাবি মেনে নিন। এই ন্যায্য দাবিতে আন্দোলন করতে গিয়ে শিক্ষকদের কোনরূপ ক্ষতি হলে সরকারকে জবাবের কাঠগড়ায় দাঁড় করানো হবে।
একই সঙ্গে শিক্ষক নেতৃবন্দ সারাদেশের সকল নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের ঢাকায় এসে আন্দোলনে সরাসরি যোগদান করে আন্দোলনকে আরো গতিশীল করতে আহ্বান জানান।
প্রসঙ্গত, শিক্ষক-কর্মচারীরা ২৬-২৭ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে ও ২৮-২৯ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন। তারপর ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত লাগাতার ছয় দিন অনশন কর্মসূচি পালন করেন। এ সময় বিপুল সংখ্যক শিক্ষক-কর্মচারী গুরুতর অসুস্থ হয়ে পড়ায় নাগরিক সমাজের অনুরোধের ফলে তারা অনশন কর্মসূচি প্রত্যাহার করে নেন।
বিশিষ্ট লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ শিক্ষকদের অনশন ভাঙান। কিন্তু তারপরও এমপিওভুক্তির দাবি আদায় না হওয়ায় শিক্ষক নেতৃবৃন্দ অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নুর ইস্যুতে রনি: তারেক রহমানের সিদ্ধান্তের বাইরে কিছু হবে না
পটুয়াখালী-৩ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের নুরকে সাংগঠনিকবিস্তারিত পড়ুন
বুধবার ফের অবরোধের ঘোষণা দিয়ে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা
অধিভুক্তি বাতিল করে আলাদা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রম শুরু করতেবিস্তারিত পড়ুন
৩৮তম বিসিএসের ফল কোটামুক্ত প্রকাশ করতে হাইকোর্টের রুল
৩৮তম বিসিএসের ফল কোটামুক্তভাবে পুনর্মূল্যায়ন করে প্রকাশ করতে রুল জারিবিস্তারিত পড়ুন