বুবলী আমার স্বামীর জন্য পাগল : অপু বিশ্বাস

একসময়ের সুপারহিট নায়িকা অপু বিশ্বাস মাঝে দীর্ঘদিন অন্তরালে চলে যাওয়ায় শাকিব খানের বিপরীতে জুটি বেঁধে অভিনয় করছেন শবনম বুবলি। দেশে ফেরার পর থেকে বুবলীর সাথে অপুর সম্পর্ক মোটেও ভালো যাচ্ছে না।
সম্প্রতি শাকিবের সঙ্গে বিয়ে ও সন্তানের কথা প্রকাশ করেন অপু। বুবলী এ প্রসঙ্গে অপুকে উদ্দেশ্য করে ফেসবুকে স্ট্যাটাস দেন। আজ বৃহস্পতিবার অপু বিশ্বাস বুবলীকে ‘পাগল’ বলে অভিহিত করেন অপু।
তিনি বলেন, ‘বুবলী পাগল, আমার স্বামীর জন্য পাগল, এজন্য আমি অনেক খুশি। শাহরুখ খানের স্ত্রী যেমন খুশি, তার স্বামীর জন্য অনেকে পাগল, আমি তেমনি খুশি আমার স্বামীর জন্য বুবলী পাগল। আমি গর্ব বোধ করি, আমার স্বামী একজন সুপারস্টার। তার জন্য মেয়েরা পাগল হবে এতেই আমি খুশি।’
এ সময় অপু বলেন, ‘আমার স্বামীর পরিচয়, তিনি একজন হিরো এবং স্টার। তার প্রফেশন লাইফে ফ্যামিলি হস্তক্ষেপ করবে এটা কখনোই আমি চাইনি। এখনো চাচ্ছি না। বুবলী কেন, শাকিব তো অনেক অভিনেত্রীর সঙ্গে কাজ করেছে। বুবলী কোনো সমস্যা নয়। কিন্তু মেয়েটা সব সময় আমাদের পারিবারিক বিষয়ে ঢুকে যায়। সমস্যাটা এখানে।’
তিনি আরো বলেন, ‘আমরা স্বামী-স্ত্রী, সন্তান নিয়ে যখন কথা বলছি তখন তার স্ট্যাটাস দেয়ার কি দরকার ছিল? বুবলী যদি আমাদের সাথে থেকে স্টার হতে চায় হোক না। এমন সময় সামনে আসতেই পারে যেদিন আমি, শাকিব কাজ করবো সেও আমাদের সঙ্গে কাজ করবে।’
অপুর অভিযোগ ‘বুবলী সব সময় আমাদের পারিবারিক বিষয়ে নাক গলিয়ে যাচ্ছে। এটা হাস্যকর। আমার কাছে মনে হয় মেয়েটার মাথা ঠিক-ঠাক নেই। একবার আমি তাকে ওয়ার্নিংও দিয়েছি। ও মনে হয় ভুলে গেছে আমি শাকিবের স্ত্রী। সে যেন ভবিষ্যতে আমাদের স্বামী-স্ত্রীর মধ্যে কোনো রকম নাক না গলায়।’
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন