বুলবুল মেয়র পদে ফেরা হচ্ছে না আপাতত
চেম্বার আদালতের দেওয়া স্থগিত আদেশ আপিল বিভাগ বহাল রাখায় রাজশাহীর বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুলের আপাতত মেয়র পদে ফেরা হচ্ছে না। রোববার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের এক আবেদনে এ আদেশ দেয়। বুলবুলকে নাশকতার মামলায় আসামি করে পুলিশ অভিযোগপত্র দেওয়ার পর গত ৭ মে তাকে রাজশাহীর মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে সরকার। এরপর বুলবুলের করা এক রিট আবেদনে গত ২৮ মে হাই কোর্টের একটি দ্বৈত বেঞ্চ মেয়র পদে তাকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে।
সাময়িক বরখাস্তের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুলও জারি করে হাই কোর্ট। এরপর রাষ্ট্রপক্ষ ওই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে গেলে গত ৪ জুন অবকাশকালীন চেম্বার বিচারপতি হাই কোর্টের দেওয়া আদেশ স্থগিত করেন। রাষ্ট্রপক্ষের আবেদন শোনার জন্য তিনি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। এর ধারাবাহিকতায় রোববার আপিল বেঞ্চে ওই আবেদনের উপর শুনানি হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বুলবুলের পক্ষে ছিলেন এ এফ হাসান আরিফ ও আমিনুল হক হেলাল।
আদেশের পর অ্যাটর্নি জেনারেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আপিল বিভাগের আদেশের ফলে সাময়িক বরখাস্তের আদেশ বহাল থাকছে। বুলবুল এখন কোনো দায়িত্ব নিতে পারবেন না।” বুলবুলের আইনজীবী হেলাল বলেন, আপিল বিভাগ চেম্বার বিচারপতির দেওয়া স্থগিতাদেশ চলমান থাকবে বলে আবেদন নিষ্পত্তি করে দিয়েছে।
“আদালত হাই কোর্টের দেওয়া রুল শুনানি করতে বলেছেন। এখন হাই কোর্টে রুল শুনানির জন্য পদক্ষেপ নেওয়া হবে।” মোসাদ্দেক হোসেন বুলবুল মেয়র পদ থেকে বরখাস্ত হওয়ার পর দুই প্যানেল মেয়রের অনুপস্থিতিতে গত ৩১ মে রাজশাহী সিটি করপোরেশনের কাউন্সিলর মো. নিযাম উল আযীমকে মেয়রের দায়িত্ব দিয়েছে সরকার।
বিএনপির অভিযোগ, তাদের দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের সরিয়ে দিতেই আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ‘মিথ্যা’ মামলা দিচ্ছে।
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি হওয়ায় সিলেটের মেয়র আরিফুল হকও বরখাস্ত আছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন