বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন

আশঙ্কা থাকলেও বাংলাদেশ-ইংল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দেখা যায়নি বৃষ্টির বাধা। সব ম্যাচই অনুষ্ঠিত হয়েছে নির্বিঘ্নে। তবে টেস্ট সিরিজের শুরুতেই বৃষ্টির বাধার মুখে পড়তে হলো ক্রিকেটারদের। চট্টগ্রামে দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের খেলা পণ্ড হয়ে গেছে মাঠ ভেজা থাকার কারণে।
দুই দিনের প্রস্তুতি ম্যাচটা ইংল্যান্ডের চেয়ে বাংলাদেশেরই বেশি প্রয়োজন ছিল। কারণ, এক বছরের বেশি সময় পর টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে তাই নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু শুক্রবার প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের খেলা অনুষ্ঠিত হতে পারেনি মাঠ ভেজা থাকায়। একটি বলও মাঠে গড়ায়নি। টসও করতে পারেননি দুই দলের অধিনায়ক।
মূল একাদশের খুব কম খেলোয়াড়ই অবশ্য খেলবেন বিসিবি একাদশের হয়ে এই প্রস্তুতি ম্যাচ। অধিনায়কের দায়িত্ব আছে সাব্বির রহমানের কাঁধে।
বিসিবি একাদশ : আবু জায়েদ, ইবাদত হোসেন, কামরুল ইসলাম রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সাদমান ইসলাম, শাহরিয়ার নাফীস, শুভাগত হোম ও সৌম্য সরকার।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন