বুধবার, জুলাই ২, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বৃষ্টির কারনে খেলা বন্ধ

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে ম্যাচের খেলা বৃষ্টির কারণে বন্ধ রয়েছে। বৃষ্টির আগে পর্যন্ত ২৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ৭৮ রান। ডেভিড মিলার ২৩ ও জেপি ডুমিনি ৮ রানে অপরাজিত আছেন। ফিরে গেছেন কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস, হাশিম আমলা ও রিলে রুশো।

ইনিংসের তৃতীয় ওভারেই প্রোটিয়া শিবিরে আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। ওপেনার কুইন্টন ডি কককে বোল্ড করে সাজঘরে ফেরান বাংলাদেশের এই তরুণ পেসার। দ্বিতীয় ওয়ানডেতেও দারুণ এক বাউন্সারে ডি কককে সাব্বির রহমানের ক্যাচ বানিয়ে ফিরিয়েছিলেন মুস্তাফিজ।

ইনিংসের ষষ্ট ওভার থেকেই এক প্রান্তে সাকিব আল হাসানকে দিয়ে স্পিন আক্রমণ শুরু করেন মাশরাফি। প্রথম ওভারে ১ রান দিয়ে কোনো উইকেট পাননি সাকিব। তবে নিজের দ্বিতীয় ওভারেই সফল হন এই স্পিনার। এই সিরিজে ধারাবাহিকভাবে ব্যাটিংয়ে ভালো করা ফাফ ডু প্লেসিসকে সাজঘরের পথ দেখান সাকিব। সুইপ করতে গিয়ে শূন্যে বল ভাসান প্লেসিস। বল বিশ্বস্ত গ্লাভসে জমা করেন মুশফিকুর রহিম। ৬ রান করেন ডু প্লেসিস।

নিজের চতুর্থ ওভারেও উইকেট পেতে পারতেন সাকিব। তার বলে সাজঘরে ফিরতেন প্রোটিয়া অধিনায়ক হাশিম আমলা। কিন্তু আমলার ক্যাচ ফেলেন সব্বির। সাকিবের বল শূন্যে ভাসিয়ে মারেন আমলা। মিড-অফ থেকে দৌড়ে গিয়ে বল তালুবন্দি করতে ব্যর্থ হন সব্বির। তবে নিজের পরের ওভারে এসেই আমলাকে বিদায় করেন সাকিব। মুশফিকের গ্লাভসবন্দি হন আমলা। আর আমলাকে ফিরিয়ে ওয়ানডেতে ২০০ উইকেটের মাইফলক স্পর্শ করেন সাকিব।

এরপর দলীয় ৫০ রানে দক্ষিণ আফ্রিকার চতুর্থ উইকেটের পতন ঘটান মাহমুদউল্লাহ। ইনিংসে নিজের প্রথম বলেই রিলে রুশোকে বিদায় করেন ডানহাতি এই স্পিনার। মুশফিককে ক্যাচ দিয়ে ফেরেন ১৫ রান করা রুশো।

বাংলাদেশ দলে আজ কোনো পরিবর্তন আসেনি। দ্বিতীয় ওয়ানডের একাদশ নিয়েই খেলছে টাইগাররা। দক্ষিণ আফ্রিকা দলে একটি পরিবর্তন এসেছে। পেসার ক্রিস মরিসের বদলে খেলছেন মরনে মরকেল।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বিকেল ৩টায়।

বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

দ. আফ্রিকা একাদশ: হাশিম আমলা (অধিনায়ক), কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস, রিলে রুশো, জেপি ডুমিনি, ডেভিড মিলার, ফারহান বেহারদিন, কাগিসো রাবাদা, ইমরান তাহির, কাইল অ্যাবট ও মরনে মরকেল।

এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!