বৃষ্টির পাল্লায় মুনমুন-অধরার ‘রাগী’

একদিন শুটিং করতে না করতেই বৃষ্টির কারণে আটকে গেছে ‘রাগী’ ছবির কাজ। ছবিটি পরিচালনা করছেন মিজানুর রহমান মিজান। ছবিতে অভিনয় করছেন অধরা খান ও আবির। এ ছাড়া বিশেষ খলচরিত্রে অভিনয় করছেন এক সময়ের আলোচিত নায়িকা মুনমুন। গত ২৭ অক্টোবর মহরতের মধ্য দিয়ে ছবির শুটিং শুরু হয়।
এ বিষয়ে নবাগত অধরা বলেন, ‘আমরা গত ২৭ তারিখ ছবির শুটিং শুরু করেছিলাম। কিন্তু সেদিনই বৃষ্টির কারণে শুটিং করতে বেশ ঝামেলা হয়েছে। এ কারণে শুটিং প্যাকআপ করা হয়। বৃষ্টি কমায় আজ থেকে আবারও ছবির শুটিং শুরু হয়েছে। টানা ৪ তারিখ পর্যন্ত আমরা শুটিং করব।’
নিজের চরিত্র নিয়ে অধরা বলেন, ‘এই ছবিতে আমি অহংকারী একটি মেয়ে, অনেক চঞ্চল। আমার বড় বোন একজন ক্ষমতাধর মন্ত্রী।’
অধরা আরো বলেন, “আমি আরো দুটি ছবিতে কাজ করছি। শাহিন সুমন পরিচালিত ‘পাগলের মতো ভালোবাসি’ ছবির কাজ এরই মধ্যে প্রায় শেষ করেছি। আগামী মাসের ৫ তারিখ থেকে শুরু হয়ে টানা সাতদিন শুটিং করেই ছবির কাজ শেষ হবে। আমি এরই মধ্যে বেশ কয়েকটি ছবির অফার পেয়েছি। কিন্তু নিজের সাথে যায় এমন চরিত্রগুলোতে কাজ করতে চেষ্টা করব।”
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন