বৃহস্পতিবার সিরিজ জয়ের লক্ষ্যেই শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামছে টিম কোহলি
বৃহস্পতিবার থেকে কলম্বোতে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট। সিরিজ জয়ের লক্ষ্যে নামছেন কোহলিরা। কলম্বোতে ভারতীয় দলে কামব্যাক করছেন লোকেশ রাহুল। কলম্বোতেই টেস্ট সিরিজ জয় নিশ্চিত করে ফেলার লক্ষ্য নিয়ে নামছে ভারত। গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট জিতে এক-শূণ্য ব্যবধানে এগিয়ে আছে ভারতীয় দল। সেই জয়ের ধারাই অব্যাহত রাখতে চায় কোহলি ব্রিগেড।
কলম্বোতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে কামব্যাক করছেন লোকেশ রাহুল। ভারত অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন রাহুল পুরোপুরি সুস্থ। দারুন ছন্দেও আছেন। ফলে রাহুলকে প্রথম একাদশে রাখা হচ্ছে। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন অভিনব মুকুন্দ। বাকী দল অপরিবর্তিত থাকার সম্ভাবনাই প্রবল। এদিকে কলম্বোর পিচ দেখে সন্তুষ্ঠ ভারত অধিনায়ক বিরাট কোহলি। তার মতে টেস্টের পক্ষে আদর্শ উইকেট। ধার ও ভারে পিছিয়ে থাকলেও শ্রীলঙ্কা দলের পক্ষে সুখবর তাদের অধিনায়ক দীনেশ চান্ডিমাল দলে ফিরছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন