বেঁচে থাকতে আমরা সুরঞ্জিতকে মূল্যায়ন করিনি
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, মানুষ যখন চলে যায় তখন আমরা তাকে মূল্যায়ন করি। বেঁচে থাকতে মূল্যায়ন করি না। তিনি (সুরঞ্জিত) চলে গেছেন বলে এখন আমরা তার কথা মনে করছি।
রোববার সন্ধ্যায় জাতীয় সংসদে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে আনীত শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কিছু কিছু মৃত্যু আছে পাহাড়ের মত মানুষের বুকে চেপে ধরে। সুরঞ্জিত গুপ্তের মৃত্যুটা এরকমই। মনে হয় যেন আমাদের সবার মধ্যে গেথে গেছে তার মৃত্যুটা।
সুরঞ্জিত সেনগুপ্তের স্মৃতিচারণ করতে গিয়ে রওশন বলেন, উনি ছিলেন সংসদীয় গণতন্ত্রের এক উজ্জ্বল নক্ষত্র। উনি যখন সংসদে বসে থাকতেন ঠিক যেন উজ্জ্বল নক্ষত্রের মত বসতেন। উনি মাটি ও মানুষের সঙ্গে রাজনীতি করেছিলেন। তার এত গুণ ছিল যে বলে শেষ করা যাবে না।
তিনি আরও বলেন, উনার মতো একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানকে আমরা হারিয়েছি। তার মতো কাউকে পাব কিনা জানি না। আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাচ্ছি।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন