বেঁধে দেওয়া হবে ব্যাটের মাপ ও ওজন
ইচ্ছে মতো মাপের ব্যাট নিয়ে আর মাঠে নামতে পারবেন না গেইল-কোহলিরা। এবার ব্যাটের মাপ বেঁধে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। বিশ্ব ক্রিকেটের নীতি ও নিয়ম সুপারিশকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি এবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে ব্যাটের মাপে সীমা বেঁধে দেওয়ার সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার মুম্বাইয়ে এমসিসির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন এই কমিটির অন্যতম সদস্য সৌরভ গাঙ্গুলি। এ দিন বৈঠক শেষে ভারতের একটি দৈনিক পত্রিকায় সৌরভ জানান, ‘ব্যাটের মাপ যথেচ্ছ বাড়িয়ে নেওয়া হচ্ছে ইদানীং। যার ফলে যন্ত্রের মতো রানও তুলছে অনেকে। সেটা আটকাতেই সুপারিশ করা হয়েছে। আর টেস্ট ক্রিকেটকে আরও আকর্ষনীয় করে তোলার জন্য চার দিনের টেস্টের প্রস্তাবও রাখা হয়েছে।’
বৈঠকে প্রস্তাব দেওয়া হয়েছে, ব্যাটের ঘনত্বের সীমা বেঁধে দেওয়া উচিত। ৬০ থেকে ৬৫ মিলিমিটারের সীমা নির্দিষ্ট করার প্রস্তাব হয়েছিল সেই সভায়। ঠিক করা হয়েছে ব্যাটের ঘনত্বের সীমা ৬৫ মিলিমিটার ও ব্যাটের এজ-এর ঘনত্ব ৪৫ মিলমিটার বেঁধে দেওয়ার সুপারিশ করা হবে আইসিসির কাছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন