বেওয়ারিশ হিসেবেই শিবনগরের চার জঙ্গির লাশ দাফন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের শিবনগর এলাকার জঙ্গি আস্তানায় নিহত চার জঙ্গির লাশ দাফন করা হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) রাত আড়াইটার দিকে শহরের পৌরসভা কবরস্থানে তাদের দাফন করা হয়। চার জঙ্গিকেই বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, জঙ্গি আবু আলীর লাশ শুক্রবার রাতে তার চাচা ইয়াসিন আলীর কাছে হস্তান্তর করা হয়। তবে আবুর নিজ পরিবারের কেউ লাশ গ্রহণ না করায় রাতে আবারও তা ফেরত নেয় পুলিশ। পরে চার জনকেই বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়।
তিনি আরও জানান, লাশ দাফনের সময় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সাইদুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সফিকুল ইসলাম জানান, এখনও ওই এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
শুক্রবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে চার জঙ্গির ময়না তদন্ত সম্পন্ন হয়।
প্রসঙ্গত, জঙ্গি আস্তানা সন্দেহে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগর এলাকার ওই বাড়িটি বুধবার (২৬ এপ্রিল) ঘিরে রাখে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। পরে ঢাকা থেকে সোয়াট টিম সেখানে গিয়ে অভিযান শুরু করে। পরদিন বৃহস্পতিবারও অভিযান চলে। এতে চার জঙ্গি নিহত হয়। এ ঘটনায় বৃহস্পতিার বিকাল ওই বাড়ি থেকে জঙ্গি আবুর স্ত্রী সুমাইয়া ও মেয়ে মেয়ে সাজিদাকে জীবিত উদ্ধার করা হয়েছে। তিন মাসের অন্তঃসত্ত্বা সুমাইয়ার পায়ে গুলি লাগায় রাতে তাকে জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
সায়েন্সল্যাব এলাকা থেকে সিটি কলেজ সরিয়ে নেওয়ার দাবি ঢাকা কলেজের
ঢাকার সায়েন্সল্যাব মোড় এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
ড. ইউনূস: আমাদের শিক্ষাব্যবস্থা চাকরিপ্রার্থী তৈরি করে, এটি ত্রুটিপূর্ণ
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “মানুষ জন্মগতভাবে উদ্যোক্তা।বিস্তারিত পড়ুন
আইসিটি অধ্যাদেশ অনুমোদন, ধারণ করা যাবে বিচার প্রক্রিয়ার অডিও-ভিডিও
‘‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (সংশোধন) অধ্যাদেশ ২০২৪’’ এর খসড়া চূড়ান্ত অনুমোদনবিস্তারিত পড়ুন