বেকারি শিল্পে উৎপাদিত পণ্যে প্রস্তাবিত ভ্যাট প্রত্যাহারের দাবি
পাউরুটি, বনরুটিসহ অন্যান্য রুটি ও হাতে তৈরি বিস্কুট এবং কেকের উপর ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে যে ভ্যাট আরোপের কথা বলা হয়েছে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ব্রেড বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতি।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংগঠনটির আয়োজনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি জালাল উদ্দিন বলেন, শ্রমঘন ও কৃষিভিত্তিক ক্ষুদ্রশিল্প হিসেবে বেকারি শিল্প সবসময়ই ভ্যাটের আওতামুক্ত ছিল। ২০১৫-১৬ অর্থবছরেও হস্তচালিত বেকারিতে প্রস্তুত রুটি, বিস্কুট ও কেক প্রতিকেজি ১০০ টাকা পর্যন্ত ভ্যাটমুক্ত ছিল।
কিন্তু আগামী ২০১৬-১৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে আমাদের দাবির প্রতি কোনো কর্ণপাত না করে উল্টো বিদ্যমান ব্যবস্থাও তুলে দেয়ার প্রস্তাব করা হয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, ভ্যাট আরোপ করা হয়েছে গরীব মানুষের খাবারের উপর। এতে করে চরম হুমকির মুখে পড়েছে এক কোটি গরীব মানুষের ভাগ্য।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হাজী মোশারফ হোসেন,আব্দুল কাইয়ূম জজ, গোলাম ফারুক তালুকদার, মোহাম্মাদ বোরহান উদ্দীন প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ভরিতে এবার ১,৯৯৪ টাকা বাড়লো স্বর্ণের দাম
দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনবিস্তারিত পড়ুন
সংস্কার হলে পেট্রোল-ডিজেলের দাম কত কমানো সম্ভব জানালো সিপিডি
মূল্য নির্ধারণ কাঠামোর সংস্কার হলে লিটার প্রতি পেট্রোলের দাম ১১বিস্তারিত পড়ুন
রাজশাহীতে সমন্বয়ককে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ
রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় এক সমন্বয়ককে হাতুড়িপেটা করার অভিযোগবিস্তারিত পড়ুন