বেকার হয়ে এবার নিজের বাড়ী বিক্রি করে দিলেন অস্ট্রেলিয়ান যে ব্যাটসম্যান

অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান উসমান খাজা। যিনি ক্রিকেটের পাশাপাশি পাইলট নামেও পরিচিত।
অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের সঙ্গে বোর্ডের দ্বন্দ্বের জের ধরে বেকারত্বের ঝুঁকির মধ্যে রয়েছেন স্টিভেন স্মিথ ও উসমান খাজারা। তবে খাজাকে হয়তো বেকারত্ব নিয়ে তেমন একটা চিন্তা করতে হবে না। নিজের বাড়ি বিক্রি করে মোটা অঙ্কের অর্থ লাভ করেছেন এই অজি ক্রিকেটার। চাইলে আবাসন ব্যবসায় নেমে পড়তে পারেন খাজা।
২০১৪ সালে ব্রিসবেনে ৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার ব্যয় করে একটি বাড়ি কেনেন খাজ। তখন থেকেই জাতীয় দলের সতীর্থ বেন কাটিংয়ের সঙ্গে বাড়িটিতে বসবাস করে আসছেন অস্ট্রেলিয়ার টেস্ট ব্যাটসম্যান। অবশ্য ভাড়া হিসেবে খাজাকে প্রতি সপ্তাহে ৯০০ মার্কিন ডলার দিতে হতো কাটিংয়ের।
বিলাসবহুল বাড়িটিতে চারটি বেডরুম একটি বারান্দা এবং লম্বা একটি উঠান ছিল। সম্প্রতি সেটি ৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলারে বিক্রি করে দেন উসমান খাজা। অর্থাৎ, বাড়িটি বিক্রি করে ৮০ হাজার মার্কিন ডলার লাভ করেন এই স্টাইলিশ ব্যাটসম্যান। বেকারত্বের ঝুঁকির মধ্যে বাড়ি বিক্রি উসমান খাজার
অবশ্য এই বাড়িটি বিক্রি করার আগেই আরেকটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেন খাজা। গত বছর বান্ধবী রাসেল ম্যাকলিলানের সঙ্গে গাঁটছাড়া বাঁধার পরপরই হোলান্ড পার্বে ২.৭৫ মিলিয়ন মার্কিন ডলার বিক্রি করে বিলাসবহুল বাড়ি কেনেন তিনি।
বাড়িটি বিক্রি করার পর সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে মজা করে তার ক্যাপশনে উসমান খাজা লেখেন, ‘নিজের (বেকারত্ব দূর করার জন্য) অপশন খুঁজে বের করছি। ‘বেকারত্বের ঝুঁকির মধ্যে বাড়ি বিক্রি উসমান খাজার
প্রসঙ্গত, বেতন-ভাতা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে অজি খেলোয়াড়দের দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছে। খেলোয়াড়দের দাবি-দাওয়া মেনে না নিলে খাজার নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া এ দল চলতি মাসে দক্ষিণ আফ্রিকা সফর বর্জনের হুমকি দিয়ে রেখেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন