বেঞ্চ বদলের আবেদন নিয়ে হাইকোর্টে খালেদা জিয়া
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে হাইকোর্টে বেঞ্চ পরিবর্তনের আবেদন করেছেন খালেদা জিয়া।
এ আবেদনের ওপর আগামী ১৩ ফেব্রুয়ারী শুনানির দিন ধার্য করেছেন আদালত।
বুধবার বিচারপতি রুহুল কুদ্দুস বাবু ও বিচারপতি বিষ্ণু দেব চক্রবর্তীর আদালত এ আদেশ দেন।
খালেদা জিয়ার আইনজীবী মাহবুবউদ্দিন খোকন বুধবার বেঞ্চ বদলের আবেদন উত্থাপন করেন।
পরে মাহবুবউদ্দিন খোকন সাংবাদিকদের জানান, আগামী সোমবার বিচারপতি রুহুল কুদ্দুস বাবু ও বিচারপতি বিষ্ণু দেব চক্রবর্তীর আদালতে আবেদনের শুনানি হবে।
গত ২ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানিতে হাজির হয়ে তুমুল হট্টগোলের মধ্যে বিচারক আবু আহমদ জমাদারের প্রতি অনাস্থা জানিয়ে এবং আদালত মুলতবি রাখার আবেদন করেন খালেদা জিয়া। কিন্তু বিচারক তার আবেদন খারিজ করেন।
আইনজীবীদের উদ্দেশ্যে বিচারক বলেন, ‘আপনারা যদি উচ্চ আদালতে যেতে চান, যান। যখন হাইকোর্ট বিভাগ এ কোর্টকে বন্ধ করবে, তখন বিচারকাজ বন্ধ থাকবে।’
এ প্রেক্ষিতে খালেদা জিয়ার আইনজীবীরা বেঞ্চ বদলের জন্য হাইকোর্টে আবেদন করলেন।
পুরান ঢাকার বকশী বাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার কাজ চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন