বেতনের টাকা না দেয়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
সাতক্ষীরা: বেতনের টাকা না দেয়ায় নাফিজা খাতুন ময়না নামে (২৫) এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার ভোর রাতে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাফিজা খাতুন ওই গ্রামের মোখলেছুর রহমানের স্ত্রী ও দু’জমজ কন্যা সন্তানের মা। তিনি স্থানীয় একটি স্কুলের শিক্ষিকা।
নিহতের চাচা শহিদুল ইসলামসহ স্থানীয়রা জানান, তার ভাইঝি নাফিজা খাতুন ময়না স্থানীয় ব্রাক পরিচালিত স্কুলে শিক্ষকতা করতেন। বুধবার তিনি তার বেতনের জমানো ৫০ হাজার টাকা দু’মেয়ের নামে ব্যাংকে জমা রাখেন। এই টাকা স্বামী মোখলেছুর রহমানকে না দিয়ে ব্যাংকে জমা রাখার অপরাধে তার ওপর শুরু হয় স্বামী-শ্বশুরের নির্যাতন। এমনকি তাকে পানি পান করতেও দেয়া হয়নি। একপর্যায়ে গভীর রাতে তাকে শ্বাসরোধ করে হত্যা করে শয়ন কক্ষের সিলিং ফ্যানে ঝুলিয়ে রেখে আত্মহত্যার প্রচার চালায় তার স্বামী মোখলেছ। পরে খবর পেয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম নিহতের মরদেহ উদ্ধার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। তবে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ণ আছে।
এ ঘটনায় নিহতের চাচা শহিদুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করবে বলেও জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন
সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু
ফায়ার সার্ভিস, বনবিভাগ ও গ্রামবাসী একত্রে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জেরবিস্তারিত পড়ুন
কোটি টাকার স্বর্ণসহ ইউপি মেম্বার গ্রেপ্তার
সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্ত থেকে ৯ পিছ স্বর্ণের বারসহবিস্তারিত পড়ুন