বেতন বাড়ছে নারী ক্রিকেটারদের, কে কত পাবেন?

কেন্দ্রীয় চুক্তিতে থাকা নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বছরের ১ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত নারী ক্রিকেটারদের যারা কেন্দ্রীয় চুক্তিতে আছেন তাদের তালিকা প্রকাশ করেছে বিসিবি। নারী ক্রিকেটাররা বেতন পাবেন ৪টি গ্রেডে। এছাড়াও এখন থেকে সিরিজ জয়ের জন্য সুনির্দিষ্ট পরিমাণ বোনাসও পাবেন এই নারী ক্রিকেটাররা।
এছাড়াও কেন্দ্রীয় চুক্তির বাইরে আরও ৩০ নারী ক্রিকেটারকে বেতনের আওতায় আনছে বিসিবি। শনিবার ১৬তম বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, বেতনের আওতা বাড়ানোর পাশাপাশি নারী ক্রিকেটারদের উইনিং বোনাস দেওয়ার সিদ্ধান্তও নিয়েছেন তারা। আসছে বছর নারী ক্রিকেটারদের সুযোগ-সুবিধা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন বিসিবি সভাপতি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় চুক্তিতে আছেন মোট ১৮ জন খেলোয়াড়। নতুন চুক্তিতে “এ” ও “বি” ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়দের হয়েছে গত মৌসুমেরর তুলনায় ২০,০০০ টাকা করে বাড়ানো হয়েছে। “সি” ও “ডি” ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়দের বেতন বেড়েছে মাসে ১০,০০০ টাকা করে।
এর আগে গ্রেড “এ” তে থাকা ক্রিকেটারদের মাসিক বেতন ছিল ১ লাখ টাকা, এখন তা বেড়ে হয়েছে ১ লাখ ২০,০০০ টাকা।
কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের বেতন বৃদ্ধির বাইরে ম্যাচ ও সিরিজ জয়ের জন্যও বোনাসেরও অনুমোদন করেছে বিসিবি। ওয়ানডেতে আইসিসি র্যাঙ্কিংয়ের ১-৩ এর মধ্যে থাকা দলের বিপক্ষে প্রতিটি জয়ের জন্য বোনাস ১ লাখ টাকা। র্যাঙ্কিংয়ের ৪-৬ নম্বর দলের বিপক্ষে জয়ের জন্য ৭৫,০০০ এবং ৭-৯ নম্বর দলের বিপক্ষে জয়ের জন্য ৫০,০০০ টাকা করে বোনাস দেওয়া হবে। এছাড়াও একই বোনাস প্রযোজ্য হবে সিরিজ জয়ের ক্ষেত্রেও।
টি-টোয়েন্টি ক্রিকেটে প্রতিটি ম্যাচ জয়ের বোনাস যথাক্রমে ৫০,০০০ (র্যাঙ্কিংয়ের ১-৩), ৩৫,০০০ (র্যাঙ্কিংয়ের ৪-৬) ও ৩০,০০০ টাকা (র্যাঙ্কিংয়ের ৭-৯)। সিরিজ জিতলেও পাওয়া যাবে সমপরিমাণ বোনাস।
২০২৩-২৪ মৌসুমের জন্য বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে আছেন-
এ- ক্যাটাগরি: নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক পিংকী, রিতু মনি ও নাহিদা আক্তার
বি- ক্যাটাগরি: ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, মুর্শিদা খাতুন, মারুফা আক্তার ও রাবেয়া খান
সি- ক্যাটাগরি: সোবহানা মোস্তারি, লতা মন্ডল, জাহানারা আক্তার ও সোমা আক্তার
ডি- ক্যাটাগরি: দিশা বিশ্বাস, সুলতানা খাতুন, দিলারা আক্তার ও সাথী রানি
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন