বেনজির হত্যায় মোশাররফই দায়ী
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকা-ের জন্য সে সময়ের সামরিক স্বৈরশাসক পারভেজ মোশাররফই দায়ী। যুক্তরাষ্ট্রের সাংবাদিক মার্ক সায়গলের একটি বক্তব্যে এমন তথ্য জানা গেছে।
গত ১ অক্টোবর মার্ক আলোচিত এ হত্যা মামলায় তার দেওয়া একটি বক্তব্যের কপি পাঠান পাকিস্তান সরকারের কাছে। চার পৃষ্ঠার ওই বক্তব্যের একটি কপি পাকিস্তানের টিভি চ্যানেল জিও নিউজের হস্তগত হয়।
ওই টিভি চ্যানেলটির দাবি, বেনজির ভুট্টোকে হত্যার ঘটনায় মূলত পারভেজ মোশাররফই দায়ী। কারণ, বেনজির তাকে হত্যার হুমকির বিষয়টি আগেই মোশাররফকে জানিয়েছিলেন।
ওই বক্তব্যে মার্ক সায়গল বলেছেন, উপসাগরীয় একটি দেশের গোয়েন্দা সংস্থা বেনজির ভুট্টোকে হত্যার পরিকল্পনা নিয়ে একটি ফোনালাপ চিহ্নিত করে। ওই ফোনালাপ থেকে জানা যায়, বেনজিরকে হত্যার পরিকল্পনাকারীদের মধ্যে মোশাররফ প্রশাসনেরই তিনজন কর্তাব্যক্তি ছিল।
যুক্তরাষ্ট্রের এই সাংবাদিক আরো জানান, বেনজির ভুট্টো তার নিরাপত্তার জন্য পারভেজ মোশাররফকে অনুরোধ করেন বিদেশি নিরাপত্তা বাহিনীর একটি দল যাতে পাকিস্তানে আসার অনুমতি দেওয়া হয়। কিন্তু মোশাররফ তার সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন।
তথ্যসূত্র : এনডিটিভি অনলাইন।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন