বেপরোয়া গতিতে রাস্তা ছেড়ে খাদে ট্রাক, নিহত ১৬

বেপরোয়া গতিতে রাস্তা ছেড়ে খাদে পড়ে যায় ট্রাক। এ ঘটনায় নিহত ১৬ হয়েছেন ১৬ জন। আহত হয়েছেন আরো ৫০ জন।
এ নির্মম ঘটনা ঘটেছে ভারতের মেঘালয়ে।পুলিশ জানিয়েছে, রোববার প্রদেশের ওয়েস্ট খাসি হিল জেলায় একটি ট্রাক রাস্তার কংক্রিটের ব্যারিকেড ভেঙে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে কমপক্ষে ৫০ জন। পুলিশ জানিয়েছে, বেপরোয়া গতিতে চলা ট্রাকটিতে ৫০ জনের বেশি মানুষ ছিল। এর আগে ধারণা করা হয়েছিল, ট্রাকটিতে ৩০ জন ছিল, কিন্তু পরে দেখা যায় গভীর গিরিখাতে পরে গেছে অনেক যাত্রী। ট্রাকে ঠিক কতজন যাত্রী ছিলেরন তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ওয়েস্ট খাসি হিলের পুলিশ প্রধান বলেছেন, দুর্ঘটনার শিকার ব্যক্তিরা একটি চার্চে যাজকদের সম্মেলনে যোগ দিতে যাচ্ছিলেন। ১২ জন ঘটনাস্থলেই নিহত হয় এবং আহত ৪ জন হাসপাতালে নিলে মারা যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন